নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২ ডিসেম্বর, ২০২৫। বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা বর্তমান সভাপতি সন্ন্যাসিনী দিব্যমাতাজী ৮৬ বছর বয়সে সোমবার সকালে রামকৃষ্ণলোকে গমন করেছেন । বার্ধক্য জনিত অসুস্থতার কারণে সেবাপ্রতিষ্ঠানে ভর্তি ছিলেন । পূর্ব আশ্রমে তাঁর বাড়ি ছিলো মুর্শিদাবাদে। দর্শন নিয়ে এম এ তে পাঠরত অবস্থায় রামকৃষ্ণ স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে মানব সেবার কাজে ব্রতী হন । বেলগাছিয়ায় এই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম কর্মী ছিলেন দিব্যমাতাজী। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন । প্রবন্ধ রচনায় তার বিশেষ বুৎপত্তি ছিলো। তার হাতে তৈরী অগণিত ছাত্রী দেশবিদেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছেন। তার রামকৃষ্ণালোকে যাত্রায় শিক্ষাক্ষেত্রে তথা সমাজ বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো ।
সন্ন্যাসিনী দিব্যমাতাজী রামকৃষ্ণলোকে চলে গেলেন…।
You May Also Like
More From Author
HONOURABLE KARNATAKA DEPUTY CHIEF MINISTER SHRI D. K. SHIVAKUMAR LAUNCHES SONG FROM MOHANLAL-STARRER VRUSSHABHA IN BENGALURU….


