শিশুদের স্বর্গ রাজ্য বিধান শিশু উদ্যানে শারদোৎসবের শুভ সূচনা করল সভ্য সভ্যারা….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১৮ অক্টোবর, ২০২৩। বিধান শিশু উদ্যানে ১৬ তম বছরের শারদোৎসবের উদ্বোধন করল বিভিন্ন খেলাধুলায় রাজ্য এবং জাতীয় স্তরে সফল প্রতিযোগীরা।বুধবার ১৮ অক্টোবর বিকেল  প্রদীপ প্রজ্বলন করল জাতীয় স্কেটিং প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর বয়স বিভাগে রৌপ্য পদক জয়ী পৃষা বাহিতি, রাজ্য যোগাসন প্রতিযোগিতায় প্রথম ইন্দিরা ঘোষ, প্রীতি মুর্মু, অনূ্র্ধ্ব ১৯ বাংলা ক্রিকেট দলের সদস্য প্রিয়াংশু প্যাটেল, প্রতিভা মান্ডি, রাজ্য বিদ্যালয় অ্যাথলেটিক্সের প্রথম ভাস্কর বর্মন, অনূর্ধ্ব ১৫ বাংলা ক্রিকেট দলের সদস্যা সন্দীপ্তা পাত্র, এছাড়া তাই-কোন্-ডু বিভাগে রাজ্য স্তরের চ্যাম্পিয়ন অদিত্রী সরকার, সানি কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত অঙ্কন শিল্পী অনুপ রায়, নির্মলেন্দু মণ্ডল।


বিধান শিশু উদ্যান শিশুদের স্বর্গরাজ্য। খোলা আকাশের নীচে তারা খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি শেখে। পুজোর চারদিনেও তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তাই তাদের বন্ধুদের হাত ধরেই এই উৎসবের শুভ সূচনা হওয়াতে বিধান শিশু উদ্যানের সকল সভ্য-সভ্যারাই উচ্ছ্বসিত। অনুষ্ঠানে বিধান শিশু উদ্যানের বার্ষিক অঙ্কন প্রতিযোগতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সংস্থার সম্পাদক গৌতম তালুকদার সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তিনি বলেন আমাদের উদ্যানে দুর্গাপুজোর প্রথম দিন থেকেই সদস্যদের উপস্থিতি এবং তাদের অভিভাবকদের অংশগ্রহণ আমাদের এই পুজোর সার্থকথা যথেষ্ট বাড়িয়ে দেয়।

More From Author

কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হলো গানের দেবী লতা মঙ্গেশকর’…..।

বন্ধন ব্যাঙ্কের রিটেল লোন বুক ৮০% বৃদ্ধি পেয়েছে….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *