শতরূপা সান্যাল একাধারে ডাক্তার, চিত্রপরিচালক, অভিনেত্রী, সংগীতশিল্পী, কবি, সমাজ কর্মী এবং একজন অসাধারণ মা’….।

Spread the love

শু ভ জ ন্ম দি ন শ ত রূ পা সা ন্যা ল

নিজস্ব প্রতিনিধি : শতরূপা সান্যাল। এই মানুষটার মধ্যে রয়েছে বহু গুণ। তিনি একাধারে ডাক্তার, চিত্রপরিচালক, অভিনেত্রী, সংগীতশিল্পী, কবি, সমাজ কর্মী এবং একজন অসাধারণ মা’ও বটে।

‘অনু’, ‘আততায়ী’-এর মতো বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের ছবিতে তিনি জয় করে নেন দর্শক মন।

চিত্রাঙ্গদা ও ঋতাভরীর মা শতরূপা দীর্ঘদিন দূরদর্শনের বিভিন্ন নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন। এর পাশাপাশি হিন্দুস্তান ক্লাসিক্যাল সংগীতশিল্পী হওয়ার দরুণ অল ইন্ডিয়া রেডিওতেও নিয়মিত গান গাইতেন শতরূপা। ছবিতে অ্যাসিস্ট করেন উৎপলেন্দু চক্রবর্তীকে। যিনি ছিলেন তাঁর জীবন সঙ্গীও বটে।

শতরূপার পিতা অধ্যাপক তরুণ সান্যাল ও মা কিয়া সান্যাল। তিনি প্রথমে কলকাতার সেন্ট মার্গারেটস স্কুলে ভর্তি হন এবং পরে স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেন। তিনি ভেটেরিনারী বিজ্ঞান বিষয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং পরে ভেটেরিনারি প্যাথোলজিতে মাস্টার্সে নথিভুক্ত হন।

তিনি রবীন্দ্র সংগীতে প্রশিক্ষণ পান বিশিষ্ট সংগীত শিল্পী মায়া সেনের কাছ থেকে। শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নেন শ্রী জমিননাথ গাঙ্গুলী ও শ্রীকান্ত বাকেরের কাছে।

তাঁর মেয়ে চিত্রাঙ্গদা ও  ঋতাভরী চক্রবর্তী  চলচ্চিত্র অভিনেত্রী।

শতরূপা সান্যাল ১৯৬২ সালের আজকের দিনে (১২ নভেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন।

More From Author

কালীপুজা ও দীপাবলী বা দেওয়ালি সনাতনধর্মীদের বা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় মহোৎসব। দীপাবলি মূলত পাঁচদিন ব্যাপী উৎসব….।

Jiban Saha, Councillor of Ward No. 57, and MMIC at KMC, Presents a Spectacular Annakut Utsav with Distinguished Guests..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *