লক্ষীকান্তপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে হিন্দুধর্ম সংস্কৃতি মহা সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ আয়োজিত হল….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : লক্ষীকান্তপুর , ২৩ মার্চ, ২০২৫।ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত দক্ষিণ ২৪ পরগনা জেলা হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে এবং স্বামী প্রনবানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে দক্ষিন ২৪ পরগনা জেলার লক্ষীকান্তপুর নট্টের মাঠে  অনুষ্ঠিত হল হিন্দু ধর্ম সংস্কৃতি মহা সম্মেলন ও বিশ্ব শান্তি যজ্ঞ।
এ উপলক্ষে ২৫টি যজ্ঞ কুন্ডে মহাযজ্ঞের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। মহাযজ্ঞে অংশ নেন শতাধিক সন্ন্যাসী ও কয়েক হাজার সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, স্থানীয় বিধায়ক জয়দেব হালদার। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব বর্ষ উপলক্ষে ১৩০জন যুবক যুবতী শতবর্ষ উদযাপন করেন দ্বাদশ অক্ষর শিব সিদ্ধ নাম ওঁ হরো গুরু শঙ্কর শিব শম্ভুর নামে মাঠ প্রদক্ষিণ করে। ৫১ জন মায়েরা মিলে শ্রীশ্রী চন্ডী পাঠ ও শ্রীশ্রী গীতা পাঠ করেন। এই মহতি সম্মেলনে জেলার প্রায় ৬০টি স্থান থেকে উৎসাহী ভক্তরা নট্টের মাঠে সম্মেলন স্বার্থক করে তোলেন। সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হিন্দু সমাজের প্রায় সমূহ আচার পালিত হয়। বাবা কাশীবিশ্বনাথের বিভূতি, মহাকুম্ভের জল ও বাজিতপুরের বেল কাঠ আধ্যাত্মিক ভাবনার সাক্ষী হয়ে থাকলো সারা দক্ষিণ ২৪পরগনা জেলার সঙ্ঘের ভক্তদের। শেষ বেলায় অভিনব উপায় অবলম্বন করে ২৫টি যজ্ঞ অনুষ্ঠিত হয়। মায়েরা যজ্ঞ বেদী প্রদক্ষিণ করেন ও একসাথে অগ্নি সংযোগ অতি আচরণ সিদ্ধ ছিল।

More From Author

বারুইপুরে জাপান ক্যারাটে ইন্ডিয়ার বার্ষিক পরীক্ষা…।

Sanmarg Auto++: Revolutionizing Mobility at Kolkata’s Biggest Auto Fair….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *