শিখা দেব : মুম্বাই, ৩ নভেম্বর, ২০২৪। আবার লজ্জার হার ভারতের। ঘুরে দাঁড়ানোর লড়াই-য়ে রোহিতদের উড়িয়ে দিল টম লাথামের নিউজিল্যান্ড। মুম্বইয়ের মাটিতে ২৫ রানে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড দল হোয়াইটওয়াশ করে দিল ভারতকে। ভারতীয় ক্রিকেট দলের দৈন্যদশা প্রকাশ্যে চলে এসেছে। যেখানে ভারতের জয়ের হাতছানি দেখা দিয়েছে সেখানে ২৫ রানে হার কিছুতেই মেনে নেওয়া যায় না। নিউজিল্যান্ড দলের আজাজ প্যাটেলের ঘূর্ণি বলে ভারতের ব্যাটসম্যানরা বেসামাল হয়ে আউট শেষে প্যাভেলিয়নের পথে মিছিলে পা মেলান। একা ঋষভ পন্থ কতক্ষণ হাল ধরবেন? নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৩৫ করে। তার জবাবে ২৬৩ রান করে ২৮ রানে এগিয়ে থাকে ভারত। জাদেজা আর অশ্বিন দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ১৭৪ রানে থামিয়ে দেন। ভারতের জয়ের জন্যের দরকার ছিল মাত্র ১৪৭ রানের। কিন্তু সেই রানের লক্ষ্যে পোঁচ্ছাতে পারল না। থমকে যেতে হল ভারতকে ১২১ রানে। হারের হ্যাটট্রিকে নাম লেখাল রোহিত ব্রিগেডকে।

Posted in
Uncategorized
ভারতের লজ্জার হার,লাথামরা দুরমুশ করলেন রোহিতদের….।
You May Also Like
More From Author

Dabur Amla in collaboration with Priya Malik reimagines the ‘light’ of Diwali….
