শিখা দেব : ভুবনেশ্বর, ২০ এপ্রিল, ২০২৫। আবার ব্যর্থতা ইস্টবেঙ্গলের। আই এস এল ফুটবলের পরে এবারে সুপার কাপে। রবিবার ভুবনেশ্বরে সুপার কাপে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয় কেরল ব্লাস্টারের সঙ্গে। কেরলের গতিতে হার মানাল ইস্টবেঙ্গল। ডান দিক থেকে কাট করে ভিতরে যখন ঢুকছেন তখনও ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার তাঁর কাছাকাছি চলে এসেছেন। বক্সের কিছুটা বাইরে থেকে চলন্ত বলে বাঁপায়ে শট নিলেন। গোলার মতো নেওয়া শট ঢুকে গেল জালে। গোলদাতা নোয়া সাদুই। অবিশ্বাস্য গোল।
আগে জিমেনেজের পেনাল্টি থেকে গোলে কেরল এগিয়ে ছিল।
গতবারের চ্যাম্পিয়ন লাল হলুদ ব্রিগেড বিদায় নিল প্রথম ম্যাচে পরাস্ত হয়ে।

প্রথম ম্যাচে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

Celebrate Earth Day with Eco-Friendly Kitchen Alternatives That Make a Difference….
