পূর্ব ভারতে প্রথম একাধিক প্রজন্মের উপযোগী রিভারফ্রন্ট লিভিং চালু করছে সৃজন রিয়েলটি ও প্রাইমাস সিনিয়র….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫ এপ্রিল, ২০২৫। সৃজন রিয়েলটি, পূর্ব ভারতের অন্যতম সবচেয়ে বিশ্বস্ত রিয়েল এস্টেট ডেভেলপার প্রাইমাস সিনিয়র লিভিংয়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে, গর্বের সঙ্গে নিয়ে আসছে সম্পূর্ণ পরিচালনাধীন, নির্দিষ্ট উদ্দেশ্যে নির্মাণ করা, একইসঙ্গে একাধিক প্রজন্ম এবং প্রবীণেরাও থাকতে পারবেন এমন লিভিং কমিউনিটি  যা তৈরি করা হবে সৃজন গঙ্গা সিটির মধ্যে। সৃজন গঙ্গা ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে নির্মিত ৬০ একরের টাউনশিপ যা অনায়াসে সব প্রজন্মের মানুষকে, তাদের জীবনশৈলিকে এবং আকাঙ্ক্ষাকে এক জায়গায় এনে মিলিয়ে দেবে।

গঙ্গার আবহমান কালের স্রোতের ধারার ছন্দে অনুপ্রাণিত হয়ে, এই নির্মাণ প্রয়াসটি ব্যক্তিবিশেষদের জীবনের সোনালি বছরগুলি কাটানোর ধারণাটাকেই একেবারে বদলে দেবে। এখানে স্বাধীন জীবনের সঙ্গে এসে মিলবে সুপরিকল্পিত সেবাযত্ন, এবং এখানকার প্রতিটি জায়গাকে এমন যত্নসহকারে সাজানো হয়েছে যা বুঝিয়ে দেবে এখানে যাঁরা জীবন কাটান তাঁদের বেঁচে থাকাটা খুবই উচ্চমানের। এই প্রকল্পের সূচনা উপলক্ষে কেশব আগরওয়াল, ডিরেক্টর, সৃজন রিয়েলটি, বলেন, ‘আজকের দিনে যাঁরা প্রবীণ তাঁদের জীবনধারণের চাহিদা দিনে দিনে বদলাচ্ছে এবং আমরা এই প্রকল্পে সেই চাহিদা পূরণ করতে আন্তরিক ভাবে সাড়া দিচ্ছি। এটা সেবাযত্ন দেওয়ার ব্যাপার নয়, আসলে এটা হল এক জীবনশৈলির নির্মাণ যেখানে প্রতিটি ব্যক্তি অনুভব করতে পারবেন যে তাঁর পাশে দাঁড়ানোর কেউ আছে, তিনি অনেকের সঙ্গে সম্পর্কিত এবং তিনি এই জায়গাটার কারণে বিখ্যাতও।’

প্রাইমাস সিনিয়র লিভিংএর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আদর্শ নরহরি বলেন, ‘যেগুলি বাসস্থানের জায়গা সেগুলির ভবিষ্যৎ হিসাবে দ্রুত উঠে আসছে একাধিক প্রজন্মের একসঙ্গে থাকা। সেখানে ঐতিহ্য এসে মিশে যায় আধুনিকতার সঙ্গে এবং সেটাই ভারতীয় পরিবারগুলির চাহিদা। সৃজন রিয়েলটির সঙ্গে আমাদের অংশীদারিত্ব আমাদের যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে আমরা ভারতের শহরে বসবাস করার সংজ্ঞাকেই নতুন ভাবে নির্ধারণ করতে চাই।  এটা ভারতের সর্বপ্রথম একাধিক প্রজন্মকে নিয়ে গঠিত গোষ্ঠী। এই প্রকল্প পরিবারগুলিকে কাছাকাছি নিয়ে আসবে এবং ভারতের যৌথ পরিবারের সংস্কৃতিকে ফের জাগিয়ে তুলবে। কিন্তু সেই বিষয়টার সঙ্গেই থাকবে আধুনিক, ছোট পরিবারের নিজস্ব জগত। গঙ্গা নদীর পাশে থাকার জন্য দেখা দেবে ধর্মীয় জীবনযাপনের সৌন্দর্য, এর ফলে তৈরি হবে একটা প্রাণবন্ত বাস্তুতন্ত্র  যেখানে প্রতিটি প্রজন্ম বেড়ে ওঠার সুযোগ পাবে এবং তাদের নিজেদের মতো করে জীবন কাটাতে পারবে।

ভেবেচিন্তে তৈরি করা বাড়ি:

১। এমন বাড়ি যা চলে আপন বেগে: বেঁচে থাকার জন্য প্রতিদিনকার যে সমস্ত কাজ সেগুলোর হাত থেকে নিষ্কৃতি পেয়ে কীভাবে জীবন উপভোগ করবেন সেদিকে মন দিন। প্রতিদিন আপনার বাড়ির হাউজকিপিংয়ের কাজ করে দেওয়া হবে, নিরাপত্তা রক্ষী এবং অন্য সব দরকারি পরিষেবার ব্যবস্থা থাকবে, চাইলেই করে দেওয়া হবে টুকিটাকি কেনাকাটা এবং পার্সেল আনা নেওয়ার কাজ।, হয়ে যাবে বিল পেমেন্টের ব্যবস্থা এবং অ্যাপয়েন্টমেন্ট ঠিক করার কাজও করে দেওয়া হবে।
২। যত্ন অফুরান: সারা দিন ধরে উপভোগ করবেন মনের শান্তি। পেয়ে যাবেন ২৪/৭এর চিকিৎসা পরিষেবা,  হাতের কাছেই পাবেন চিকিৎসক ও নার্সদের, থাকবে অ্যাম্বুল্যান্স পরিষেবা, হাত বাড়ালেই পাবেন জরুরি কাজে ডাকার বোতমটি।
৩। অন্তরের প্রীতি মেশানো খাবারদাবার: অনেকের সঙ্গে বসে খান দারুন স্বাদের খাবার, একেবারে নির্ঝঞ্ঝাট। দক্ষ শেফরা টাটকা খাবার রান্না করে পরিবেশন করবেন, মেনুতে থাকবে পুষ্টি বিশেষজ্ঞদের অনুমোদিত খাবার, সঙ্গে উৎসবের দিনের পদ, একই ডাইনিং রুমে বসে খাবেন, স্বাস্থ্যের নিয়মবিধি কঠোর ভাবে মানা হবে। দরকারে রান্নাঘরে গিয়ে নিজের মতো করে কিছু একটা বানিেয় নিন।
৪। আরামের জন্য তৈরি, ডিজাইনেই নিরাপত্তা: আরাম ও স্বাধীনতার কথা ভেবে প্রতিটি জিনিসকে ভেবেচিন্তে নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। পড়ে যাবার ভয় নেই এমন মেঝে, এমন টাইলস যেখানে পা পিছলানোর ভয় নেই,  ধরার জন্য রেলিং, থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা, নরম আলো এবং সুসজ্জিত বাথরুম।
৫। মনের শান্তি পাওয়ার যোগ্য আপনি: নিরাপদে থাকুন, সবসময় মনে রাখবেন কেউ না কেউ আপনার পাশে আছে।  চার দেওয়ালের মধ্যে ঘেরা পরিবেশে অনেক লোকের সঙ্গে থাকার মাধুর্য উপভোগ করুন। থাকবে ২৪/৭ নিরাপত্তা ও নজরদারি,  কারা ভেতরে আসছেন তা যাচাই করার ব্যবস্থা থাকবে, একদন মনোযোগী কর্মী যারা আপনাকে সহযোগিতা করার জন্য তৈরি থাকবে।

About Srijan Realty

Srijan Realty Private Limited is one of the leading real estate companies of eastern India with its presence in Kolkata, Asansol and Chennai. Srijan has created a differentiator to gain preference over competition with its focused insight into wishes and dreams of property seekers. Which is why, they are able to aptly tailor-make property to suit their customers’ varied needs. This is why, Srijan’s ever-expanding realty portfolio comprises secured, gated communities, luxury bungalows to commercial and logistic parks, malls, office and retail spaces. In the last 20 years, Srijan has stood for quality construction, innovation and customer satisfaction and has delivered about 12 million square feet across 34 projects. Developing 27 million square feet across 26 projects at present. Website: https://www.srijanrealty.com/

About Primus Senior Living

Primus is a senior living and multigenerational living experience provider operating on the pillars of passionate people, compassionate care, robust processes, and intuitive technology. Primus specializes in providing dignified, independent, and secure living arrangements for seniors. With continued focus on quality and innovation, Primus has become a trusted leader in India’s burgeoning senior living housing segment, delivering unparalleled happiness to elders. Across all our projects, we focus on ‘active aging’ and improving the ‘health span’ for seniors. We are now a pioneer in the development and operations of multigenerational communities where people from different generations come together to live in harmony and proximity, without compromising their privacy and freedom while enjoying the various professional services that Primus offers. Website: https://www.primuslife.in/

More From Author

Asha Audio Unveil Exciting Multilingual Pop Anthem ‘PREMER RONG’ & ‘MOH SA LAAGA’: RELEASED BY ASHA AUDIO COMPANY….

কলকাতায় আয়কর ভবনে অ্যাসিড সারভাইভার লক্ষ্মী আগরওয়াল শোনালেন কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর জীবনগাথা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *