দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনীতে ছাত্রবৃত্তি প্রদান…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ নভেম্বর, ২০২৫। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো সোমবার কলকাতার চেতলা অহিন্দ্র মঞ্চে। উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ছাত্রবৃত্তি প্রদান এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্যে রক্তের কার্ড ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাহায্য তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রি বিশাল ও সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালী,উপাধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,নারী ও শিশু বিভাগের কর্মাধ্যক্ষ শচী নষ্কর, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল প্রমুখ।
এ বছর ছাত্রবৃত্তি লাভ করেন দক্ষিণ ২৪ পরগনার মেধাবী ছাত্র অর্ণব মণ্ডল। সংস্থার পক্ষ থেকে তাঁকে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনের সভাপতি প্রদীপ দত্ত ও যুগ্ম সম্পাদক তপন কুমার দত্ত জানান, “দক্ষিণ ২৪ পরগণা জেলার ঠিকাদারদের আর্থিক সহায়তায় এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই সমাজের প্রতিটি প্রতিভাবান ছাত্রছাত্রী যেন আর্থিক অসুবিধার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শম্ভু রায়, সাংস্কৃতিক সম্পাদক অসিত পালিত,কোষাধ্যক্ষ সতীনাথ হালদার সহ অন্যান্য সদস্যরা।
সাংস্কৃতিক পর্বে পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, যিনি তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন।
এই বিজয়া সম্মিলনী কেবলমাত্র উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের ছাত্রবৃত্তি ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

More From Author

Sourav Ganguly and Kabuni team up to “put a professional coach in every player’s kitbag….

New Bengali Novel on Revolutionary Ullaskar Dutta Launched at Historic Town Hall….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *