টিভি নাইন বাংলা’র নিউজ সিরিজে পান্নালাল আগামীকাল ১২ নভেম্বর, রাত ১০টায় দেখা যাবে…..।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১১ নভেম্বর, ২০২৩। *: কালীপুজো আর পান্নালাল ভট্টাচার্যর গান বাঙালির কাছে সমার্থক। কালীপুজো হচ্ছে অথচ মণ্ডপে এক বার অকালপ্রয়াত শিল্পীর গাওয়া ‘মায়ের পায়ের জবা হয়ে ’বা ‘আমার সাধ না মিটিল ’বাজবে না , এটা অকল্পনীয়। অকালে ঝরে যাওয়া কিংবদন্তি শিল্পী পান্নালাল ভট্টাচার্যর প্রতি শ্রদ্ধার্ঘ্য TV9 বাংলার।

TV9 বাংলার নিউজ সিরিজে আপনারা দেখতে পারেন  পান্নালাল,। ১২ নভেম্বর, রবিবার রাত ১০টায়।

More From Author

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় জাতীয় মিডিয়া ফেস্টের আয়োজন করেছিল…..।

PLATINUM EVARA’s latest range of contemporary platinum jewellery, is a tribute to every young woman’s unique journey of self-discovery – “Becoming Me”….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *