গীতা হলো সংশয় দূরীকরণ যন্ত্র….।

Spread the love

প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ১ ডিসেম্বর, ২০২৫। আমার কাছে গীতা হলো সংশয় দূরীকরণ যন্ত্র। যুদ্ধ থেকে প্রতিযোগিতা, প্রেম থেকে ক্রিয়েটিভ জার্নি, দৈনন্দিন জীবনচর্যা থেকে আধ্যাত্মিক অনুশীলন, মনে সংশয়ের বিষ থাকলে আপনি বিফল হবেনই হবেন। সংশয়ের বিপরীত প্রদেশ বিশ্বাস, যেখানে ঘনঘন মরুঝড় চলে। উটের মতো বালিতে মুখ গুঁজে পড়ে থাকতে হয়। শারীরিক আঘাত, মানসিক ক্ষতস্থানে প্রলেপ দেওয়ার মতো কোনও স্থায়ী মলম পাওয়া যায় না। অস্থায়ী মলমগুলো অভ্যাস তৈরি করে দিয়ে অদৃশ্য হয়ে যায়, ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তখন মানুষ আবার কাঁদে। মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে কখনও আয়নার সামনে দাঁড়ালে মনে হয়, ব্যাকরণের দ্বিতীয় ও তৃতীয় পুরুষের ধারণা এই বিশ্বের সর্বকালীন বৃহত্তম স্ক্যাম। আপনি ও আপনার আপন প্রতিবিম্ব, এই বহুবাচক প্রথম পুরুষই জীবন ও মহাবিশ্বের একমাত্র সত্য। সেই প্রতিবিম্বের সঙ্গেও মাঝেমধ্যে লড়াই বাঁধে। তখন দরকার হয় গীতার। গীতা আসে রোড ম্যাপ হয়ে, গীতা আসে প্রেমিকা হয়ে, গীতা আসে মা হয়ে।

More From Author

নির্বাচনের আগে রাজ্যে নতুন দল “শিক্ষা সমৃদ্ধি পার্টি (SSP)”….।

Bosch Power Tools launches Outdoor Garden Tools range in India…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *