ক্যানেল ইস্ট রোডের একুশের পল্লীর মহিলাদের উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে বিশ্বখ্যাত জাদুশিল্পী পি সি সরকার(জুনিয়র)…।

Spread the love

ডঃ পি সি সরকার (জুনিয়র) কলকাতা, ২০ অক্টোবর, ২০২৩। আমার জাদুকর বন্ধু শ্রী পঙ্কোজ সরকারের ব্যবস্থাপনায়, ক’লকাতার ক্যানেল ইস্ট রোডের একুশের পল্লীর মহিলাদের উদ্যোগে আয়োজিত সার্বজনীন দূর্গাপূজোর “উদ্বোধন” আমাকে শেষ পর্যন্ত ক’রতেই হ’লো। শ-খানেক পূজো উদ্বোধন করবার অনুরোধ নিয়ে আমার ফেসবুকের বন্ধু রা আমাকে তাড়া ক’রে ছিলেন ।

কিন্তু আমি সবাইকে আপত্তি প্রকাশ ক’রলেও এঁদেরকে এড়াতে পারিনি তার কারণ (১) এর সঙ্গে জাদুকর সমাজের অনেকেই জড়িত, (২) আমার স্ত্রী জয়শ্রীর আদেশ যে এতে পল্লীর মহিলাদের উদ্যোগের প্রতি সমর্থন করা হবে, (৩) তৃতীয় এবং মূখ্য কারণটার জন্য। সেটা হ’লো এরা কোনও সরকারী অনুদান পাননি এবং সেজন্য এই ‘জুনিয়র’ সরকারের উপস্থিতিতেই সন্তুষ্ট হবেন ব’লে ভালোবেসে আমার হাত দিয়ে পাড়ার যতগুলো ‘কুমারী’ মা দূর্গা আছেন, যাঁরা পূজোয় নতুন জামা কিনতে পারেন নি, তাদের মুখে ম্যাজিকের হাসি ফোটাতে।


আমি এঁদের ভালোবাসার কাছে দশ গোলে হেরে গেছি। আবারও ‘হারতে চাই’ ব’লে ঘোষণা করেছি।
ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুন। নমস্কার।

More From Author

Screenzy Transforms Cab Rides into Unforgettable Experiences for Underprivileged Children during Durga Puja…..

Celebrate Durgo Pujo with Grandeur and Elegance at Metropolitan Durgabari -An initiative by- Mr.Jiban Saha…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *