কালনাগিনী নদীতে প্রতি বছরের মতো মহিলাদের তর্পণ….।

Spread the love

অনিকেত দেবনাথ : ধোলাহাট, ১৫ অক্টোবর, ২০২৩। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গত ১৪ অক্টোবর শনিবার মহালয়ার দিন মহিলাদের নিয়ে বিশেষ তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনাগিনী নদীবক্ষে। দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রামপঞ্চায়েতের কুমারপুর গ্রামের শক্তি শংকর জিউর মন্দিরের সন্নিকটে এই অভিনব তর্পণ অনুষ্ঠানে অংশ নেন স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের কয়েকশো মহিলা।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে ১২৮ জন সধবা মায়ের হাতে আলতা ও সিঁদুর তুলে দেওয়া হয় মন্মথপুর প্রণব মন্দিরের পক্ষ থেকে।
ছোট ছেলেমেয়েরা মহিষাসুরও মর্দিনী অনুষ্ঠান পরিবেশন করে।

More From Author

TANISHQ CELEBRATES ‘REAL AISHANIS OF BENGAL’ THIS DURGA PUJO…..

Rotary District 3291 and DKMS BMST Foundation India Unite to Raise Awareness on Blood Stem Cell Donation…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *