কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক আলোচনাসভা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ৯ ফেব্রুয়ারি, ২০২৪। ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের আলোচনাসভা। বিষয় : ‘ইস্যু ইন অ্যাকাউন্টিং ফিনান্স অ্যান্ড ম্যানেজমেন্ট’। এই বিষয়ে একটি ‘গবেষণা প্রসেডিং’ উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুইয়া জানালেন, “আমাদের দেশে বাণিজ্য, অর্থনীতি ও ম্যানেজমেন্টে যে ডিজিটাল ট্রান্সফরমেশন চলছে তা খতিয়ে দেখা। পাশাপাশি সমাজ ও অর্থনীতিতে সেটা কতটা ফলপ্রসু হচ্ছে তার উন্নয়ন দেখতেই আজকের আলোচনাসভা। যেটা কিনা দেশের উন্নয়ন ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।”


এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানা গেল, এই আলোচনাসভায় ১১৩টি পেপার প্রেজেন্ট ও ৬টি প্যারালাল সেশন হয়েছে। যেখানে ১৭৭ গবেষক গবেষণাপত্র উপস্থাপন করেন। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (কলকাতা ব্রাঞ্চ) অধ্যাপক আনন্দমোহন পাল জানালেন, “এই সেমিনারের ফলে ভারতবর্ষ ও তার বাইরের ২০০ অধ্যাপক ও গবেষকরা উপস্থিত হয়েছেন। তাঁরা পেপার পড়েছেন।” অন্যদিকে কমার্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বম্বর মণ্ডল জানালেন, “অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে কোন কোন ইস্যু নিয়ে আগামীদিনে আমাদের এগিয়ে যেতে হবে এই আলোচনাসভার ফলে সেটা পরিষ্কার হল।” আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্তোষ কুমার দেব, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র, সিধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধনঞ্জয় রক্ষিত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাংশু রায়, বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ কেকা সরকার সহ বিশিষ্টজন।

More From Author

জিনিয়াস ফাউন্ডেশন এবং অ্যাসেনসিভ এডু স্কিল ফাউন্ডেশন ছৌ মুখোশ কারিগর উদ্যোক্তা প্রোগ্রামের সাফল্য উদযাপন করলো….।

দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে ৫ম বার্ষিক দুদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *