কলকাতার পুরনো ট্রাম কে সুসজ্জিত ট্রামে পরিণত করা হলো অস্ট্রেলিয়ার সৌন্দর্য্যের ছবি দিয়ে….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ জুন ২০২৪। কলকাতা সহ বিশ্বের নানা প্রান্তে আজও ট্রাম চলাচল করে।অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি রুটে এই গণ পরিবহনের পরিষেবা চালু আছে। আজকের দিনে অত্যাধুনিক যানবাহন চলাচল করলেও কলকাতায় ট্রামের আকর্ষণ আজও বর্তমান। এই ট্রাম কে ভিত্তি করে বহু সিনেমার শ্যুটিং হয়েছে শহর কলকাতায়। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন হলো কলকাতার ট্রাম। একসময় ঘোড়ায় টানা ট্রাম এই শহরে চলাচল করতো। ধীর গতি এবং জ্যাম জটের কারণে বহু রুট থেকে ট্রাম তুলে দেওয়া হয়েছে। যদিও ভর্তুকি দিয়ে সরকার আজও বহু রুটে ট্রামের পরিষেবা দিয়ে যাচ্ছে।

ট্রামের প্রদর্শনীকক্ষ এখন ধর্মতলা ট্রাম ডিপোতে সংরক্ষিত আছে। দেড় শতাব্দীর বেশি সময় ধরে ট্রামের পরিষেবা কলকাতার শহরবাসীদের বজায় রেখেছেন ট্রাম কোম্পানি কতৃপক্ষ। মঙ্গলবার এক অভিনব প্রচার পর্ব কলকাতায় দেখা গেল পুরনো ঐতিহ্যবাহী ট্রামে। সুসজ্জিত ট্রামে অস্ট্রেলিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরা হলো ট্রামের চারিদিকে। এই অভিনব প্রচারে উপস্থিত হয়ে ছিলেন ভারতীয় চলচ্চিত্রের উজ্জ্বলতম চলচ্চিত্র শিল্পী রাইমা সেন , অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল হাগ বয়লান, পরিবহন দপ্তরের সচিব ডঃ সৌমিত্র মোহন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিগণ বেশ কিছুক্ষণ ট্রামে ভ্রমণ করেন। ট্রামে ভ্রমণ করে অতিথিগণ ট্রাম কোম্পানির আধিকারিকদের ধন্যবাদ জানান। এদিন ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজার আসে সুসজ্জিত ট্রাম এবং শ্যামবাজার থেকে গড়িয়াহাট পর্যন্ত পরিক্রমা করে।

ছবি সুবল সাহা

More From Author

Wynk celebrates record milestone this World Music Day – Raj Barman Indie artist from Kolkata touch 1.7+ billlion streams….

পুরীর আদলে রথযাত্রা উৎসব পালন রথতলায়….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *