নিগমানন্দ ঠাকুর : কলকাতা, ১৩ ডিসেম্বর, ২০২৫। আজ ১৩ ডিসেম্বর ২০২৫ আমাদের রাজ্যবাসীর কাছে লজ্জার দিন । আজ আমাদের ভালোবাসার শহরে আমাদের প্রিয় স্টেডিয়াম “যুবভারতী ক্রীড়াঙ্গন”-এ যা ঘটলো তাতে আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় আমাদের দেশের মুখ পুড়লো । এমনিতেই কলকাতার ফুটবল তলানিতে । কলকাতা ফুটবল লিগে মাঠে দর্শক হয় না। বাঙালি ফুটবলার উঠে আসছে না । এখন ফুটবলের যেটুকু আকর্ষণ সেটা “আই এস এল” কে ঘিরে । এবছর সেটাও বিশ বাঁও জলে । আদৌ হবে কিনা কেউ জানে না । তারপর মেসি’কে কেন্দ্র করে আজ যেটা হল সেটা ভারতীয় ফুটবলকে অনেক পিছনে ঠেলে দিল ।
এরপরেও কলকাতার ক্রীড়া সাংবাদিকরা চুপ করে আছেন কেন ? ক্রীড়া সাংবাদিক সহ যে সকল সাংবাদিকরা আজ যুবভারতীতে উপস্থিত ছিলেন তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে চুপ থাকবেন না । যে সকল ফুটবলপ্রেমী দর্শক বহু টাকা খরচ করে মেসি কে এক ঝলক দেখার জন্য বহুদূর থেকে মাঠে হাজির হয়েছিল কিন্তু বিশৃঙ্খলার জন্য তাদের প্রিয় মেসি কে দেখতে পেলেন না এই দায় কার! আজকের সত্য ঘটনা সঠিক ভাবে সকলের সামনে আপনারা তুলে ধরুন । ভাবা যায় যুবভারতীর মতো ফুটবল মাঠে গোলপোষ্টটাই আর নেই । ক্রিকেটে “আই পি এল” আর ফুটবলে “আই এস এল” এই দুটো আয়োজন এখনো আছে বলেই ক্রীড়া সাংবাদিকরা এখনো কিছু কাজ করার সুযোগ পাচ্ছেন ।
এবার এসবের উপরেও যদি আঘাত আসে তখন আর অবশিষ্ট কি থাকবে ? ক্রীড়া সাংবাদিকদের কাছে অনুরোধ রাজনীতির রং দেখবেন না । আজকের জঘন্য ঘটনার যেটা সত্য সেটা তুলে ধরুন । তবেই কলকাতার খেলাধূলা হয়তো বাঁচবে ।


