কলকাতায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাহ ই হিন্দুস্থান….।

Spread the love

নিজস্ব  প্রতিনিধিঃ: কলকাতা, ১৭ জুন, ২০২৫। অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশা ই হিন্দুস্থান গত ১৫ জুন রবিবার আয়োজিত হল জ’পুরের মুক্তমন মুক্ত মঞ্চে। সহায়তায় ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। ৬ বছর  বয়স থেকে ৭০ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ বিহার ওড়িশা, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের প্রতিযোগীরা এই প্রতিযোতায় অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপি এই প্রতিযোগিতায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন বিচারকমন্ডলীর চুলচেরা বিচারে আয়রন লিফটিং এ স্ট্রংম্যান এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেন সৌরভ দাস। বডিবিল্ডিং এ সব বিভাগ মিলিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হন সৌমেন মুখার্জী। টিম চ্যাম্পিয়ন হয় ওয়েলকাম ইন্ডিয়ান জিম। যোগা টিম চ্যাম্পিয়ন এর খেতাব জিতে নেয় অতসি যোগা ওয়ার্ল্ড। শাহেনশা ই হিন্দুস্থান এ সব বিভাগ মিলিয়ে মিঃ ইন্ডিয়ার খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু। এদিন আয়রন লিফটিং, যোগা, ডান্স, আর্ম ফাইটিং ও বডি বিল্ডিং প্রতিযোগীতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক বডি বিল্ডার অশোকরাজ,পার্থ চন্দ, সুকুমার দাস, গৌরাঙ্গ চক্রবর্তী এবং পৃথা চন্দ। উপস্থিত সাংবাদিকদের অনুষ্ঠান মঞ্চে উত্তরীয় ও ট্রফি দিয়ে সম্মানিত করেন আয়োজক সংস্থা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক এবং সংস্থার অন্যতম কর্মকর্তা সাংবাদিক গোপাল দেবনাথ। উপস্থিত ছিলেন উজ্জ্বল দাস এবং লাবনী বল। যোগা তে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস এর খেতাব জিতে নেয় প্রিয়া সাধুখান। ক্ল্যাসিক ড্যান্সার এর খেতাব জিতে নেয় বর্ষা বাগ এবং অরুন্ধতী ব্যানার্জী। বিজয়ী প্রতিযোগীদের হাতে ট্রফি সার্টিফিকেট ও মেডেল দিয়ে সম্মানিত এবং সংবর্ধিত করা হয় সংস্থার পক্ষ থেকে। অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন মহেশ্বরী, আমিশারাজ, অমর, অঙ্কিত, রাজ এবং আয়েশা।
অনুষ্ঠানের শেষ লগ্নে অশোকরাজ এক ব্যায়াম মন্দির এর কর্ণধার এবং  ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশনের প্রতিষ্ঠাতা, ব্যায়ামবীর এবং বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা অশোকরাজ উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের সংস্থায় বিজয়ীদের যেমন সংবর্ধিত করি সেইসাথে এই স্পোর্টস কে যে সকল ব্যক্তি সহায়তা করেন এবং উৎসাহ প্রদান করেন তাদের আমরা ট্রফি দিয়ে ব্যায়ামবীর সম্মানে সম্মানিত করি।

More From Author

Dabur Amla’s ‘Jealous Dad’ Campaign Celebrates the Fathers Who Rarely Ask—But Deeply Feel….

একটি ঐতিহ্যকে পুনরুজ্জীবিত এবং বিশ্বমানের পরিবর্তন ঘটাতে শ্রীপত সিং কলেজ আইলিড-এর সাথে হাত মিলিয়েছে….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *