শিখা দেব : কলকাতা, ২৮ মে, ২০২৫। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়র ডিভিশনের গ্রুপ বিন্যাসে দুই প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল একই গ্রুপে পড়েছে। অন্য গ্রুপে মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব রয়েছে। প্রতিটি গ্রুপে ১৩টি করে দল রয়েছে। ২৫ জুন থেকে কলকাতা ফুটবল লিগের শুরু হওয়ার কথা। কিন্তু গত বছরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে তা চিহ্নিত করতে পারে নি আইএফএ আইনি জটিলতায়।

Posted in
Uncategorized
কলকাতা ফুটবল লিগে দুই প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল একই গ্রুপে…।
You May Also Like
More From Author

কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল….।
