আসন্ন দুর্গাপুজোর হোর্ডিং শ্যুট করল এডি প্রোডাকশন…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ জুন, ২০২৫। রাহল‌ দে এডি’র উদ্যোগে এডি প্রোডাকশনের তত্ত্বাবধানে দুর্গাপুজোর হোর্ডিং শ্যুট  হয়ে গেল। হোর্ডিং শ্যুট এর ফটোগ্রাফার ছিলেন সৌরভ দে। মডেলদের মেক আপ করলেন সাহিল হক, বন্দনা রায়, অর্পিতা সাঁধুখা ও শর্বরী দত্ত। এই হোর্ডিং শ্যুট এ মডেলরা ছিলেন অদিতি দাস, অনন্যা দাস, বৃষ্টি দাস, জ্যোতি বিশ্বাস, মিষ্টি, মৌসুমী সরকার, পিয়ালী রায়, পৃথা গাঙ্গুলি, সুকন্যা চৌধুরি প্রমুখ। এডি প্রোডাকশনের কর্ণধার রাহুল দে উপস্থিত সাংবাদিকদের জানালেন, “দুর্গাপুজোর কনসেপ্ট ছিল এই হোর্ডিং শ্যুট এর থিম। আমাদের মোটামুটি ১২ জন মডেল‌ ছিলেন, মেক আপ আর্টিস্ট ছিলেন ৪ জন। বেশ কয়েকজন ডিজাইনার ছিলেন। সকলের সঙ্গে কাজ‌ করে আমার খুব ভালো লেগেছে।”

More From Author

আদ্যাপীঠ মন্দিরের কেষ্টপুর শাখার শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (AI 171) যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *