*কোন সে আলোর স্বপ্ন নিয়ে*
মৌবনি রয় সরকার : অভিনেত্রী নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী।
সে কোনো এক দিন,
কে পারবে সে কথা ভুলতে,
ভাগ্গিশ আমার শেখা ছিল স্বাভাবিক কথা কেমন ভাবে হয় বলতে…
এমন এক সময় , যখন সঙ্গে কেউ ছিল না,
আমার ছায়াও আমার সাথে চেনা পথ চলতে নারাজ হয়েছিল….
সময়ের সাথে এক গম্ভীর উত্তর এসেছিল,
আমি চাই নি পালিয়ে যেতে,
কিন্তু চেয়েছিলাম অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেতে…
তুমি না থাকলে হয়তো বা এক আকাশ জোড়া কালো রাত্রির অন্ধকার আমাকে গ্রাস করতো,
আজ রাতের অন্ধকারের ভয় কেটেছে,
বাগানের পুরোনো টবে আবার নতুন ফুল ফুটেছে…
সত্যি যদি অন্ধকারকে জয় করা প্রদীপের মূল্য সবাই বুঝতো!
তাহলে অন্ধকার এই আকাশে ছোট্ট তারার আলো কেন সৃষ্টির কারণ তাও জানতো!
আজ সেই টবের ফুল, রাতের প্রদীপ, আকাশের তারার কথার অর্থ একই হল,
তোমার হাতে আমার এই হাত আজীবন রইল!


