আইলিগ-৩য় সেরা ডিএইচএফসি….।

Spread the love

রনজিৎ দাস : কলকাতা, ৬ অক্টোবর, ২০২৪। মিজোরামের চানমারি এফসিকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি আইলিগ-৩য় চ‍্যাম্পিয়ান হলো।রাঘব গুপ্তার করা গোলে তারা জয় পেল।ইতিমধ্যেই তারা প্লে-অফের গ্রুপস্টেজের উইনার্স হয়ে আইলিগ-২য় খেলার ছাড়পত্র জোগাড় করে ফেলেছে।এই মরশুমেই তারা আইলিগের-২য় পর্বের খেলায় অংশগ্রহণ করবে।আইলিগ-২য়ের লিগ টেবিলে প্রথম দুইদলের মধ্যে থাকতে পারলে,পরের ২০২৪-২৫ মরশুমে আইলিগে খেলার সুযোগ পাবে।
পুরো আইলিগ-৩য় টুর্নামেন্টে তারা অসাধারণ পারফরম্যান্স করেছে।নরহরি শ্রেষ্ঠা দলের হয়ে সবোর্চ্চ ৮টা গোল করেছে।কোচ কিবু ভিকুনার প্রশিক্ষণে ডায়মন্ড হারবার এফসি বাংলার মুখ উজ্জ্বল করলো।

More From Author

Kolkata’s Durga Puja Showcases the Heritage of Murshidabad to Promote Tourism….

Too Yumm! Shilpi Boron – Celebrating the Spirit of Durga Pujo – Honoring the Artisans of Kumortuli…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *