অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে বিবেক সন্মান ও রক্তদান উৎসব….।

Spread the love

গোপাল দেবনাথ : আসানসোল, ৩০ জুন, ২০২৪। রক্তদান মহৎ দান আমরা সকলেই জানি। গ্রীষ্মকালে রক্তের প্রয়োজন বহু মাত্রায় বৃদ্ধি পায়। এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে কিন্তু সব শ্রেণীর মানুষ এই রক্তদানে আজও সামিল হন না। আজকের সমাজে সকলের বোঝা উচিৎ প্রত্যেকটি পরিবারের মুমূর্ষু রোগীর জন্য বেঁচে থাকার জন্য রক্ত কতটা জরুরি।অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সারা বছর ধরে দেশজুড়ে মানুষের সেবায় নিয়োজিত থাকে। এই সংস্থার ফুড ব্যাংক এর কথা এই দেশের প্রতিটি রাজ্যের মানুষ জানেন। এই প্রথমবার আসানসোল বার্নপুর রোডের রবীন্দ্রণগর উন্নয়ন সমিতি হলে বিবেক সন্মান উৎসব এবং রক্তদান শিবিরের আয়োজন করে। বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সম্মান জানানো হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী কৃতীদের হাতে পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দেন।

পুরুষ মহিলা নির্বিশেষে এই স্বেচ্ছা রক্তদান উৎসবে অংশগ্রহণ করেন। এই ধরণের মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সকলেই খুশি বলে জানা গেল।

More From Author

ব্রাজিল এবারে বিধ্বস্ত করলো প্যারাগুয়েকে….

Kolkata WeCare Launches Food ATM Initiative to Combat Hunger….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *