নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯শে জুলাই, ২০২৫। পুজো আসছে। তবে শুধু দুর্গাপুজো নয়, ভোট পুজো। ছাব্বিশের বিধানসভা ভোট। আর সেই ভোট পুজোর দামামা বাজবে আগামীকাল রবিবার। রাজ্যের শাসকদল অন্তত তেমনটাই মনে করে। আর শারদ উৎসবের মতোই বাঙালির কাছে গণতন্ত্রের উৎসবের গুরুত্বও কিছু কম নয়। তাই তো দুর্গাপুজোর মতো একুশে জুলাইয়ের খুঁটি পুজো হল ১৫ জুলাই। ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে ২১ জুলাই কর্মসূচির মঞ্চ বাঁধা হয় সেখানেই হল এই খুঁটি পুজো। এবারের ভিড় নাকি সব রেকর্ড ভেঙে দেবে এমনটাই আশা! ছাব্বিশের নির্বাচনের আগে এই জমায়েত কতটা তাৎপর্যপূর্ণ? কোন বার্তা দিতে তৈরি তৃণমূল এবারের একুশে জুলাইকে কেন্দ্র করে? দুর্নীতির মেঘ এখনও কাটেনি, এসএসসি কেলেঙ্কারি নিয়ে উত্তাল রাজ্য, একশো দিনের কাজ থেকে আবাস দুর্নীতির এখনও কূল পাওয়া যায়নি, নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা কোনঠাসা করছে রাজ্য প্রশাসনকে। গতবছর আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন, এবছর কসবায় শিক্ষাঙ্গনে গণধর্ষণ! কী ভাবে ড্যামেজ কন্ট্রোল করবে শাসকদল? ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্নীতির সব অভিযোগকে উড়িয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই শুরু হয়েছিল সেই নির্বাচনে হাওয়া ঘোরানোর পথ চলার। লক্ষ্মীর ভাণ্ডার ও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সব হিসেবে নিকেশ পাল্টে দিয়েছে। এবারেও কি সেরকমই কোনও বার্তা আসবে একুশের মঞ্চ থেকে? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও পিছিয়ে নেই এই তৃণমূলের ২১ জুলাই কর্মসূচিকে টক্কর দিতে। বিজেপি ডাক দিয়েছে উত্তরকন্যা অভিযানের। শুক্রবার দিন রাজ্যে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলমান ভোটকেও নিজের বিজেপি শিবিরে টানতে ময়দানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ২১ শে জুলাই তারিখেই বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু করে দিল রাজ্যের শাসক বিরোধী দুই পক্ষই? এই উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘একুশে শুরু ২৬-এর লড়াই’। ২০ জুলাই, ২০২৫, রবিবার রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘একুশে শুরু ২৬-এর লড়াই’….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

স্বনির্ভরতার লক্ষ্যে অনন্য উদ্যোগ- হস্তশিল্প প্রদর্শণী স্কটিশ চার্চ কলেজে….।
