ইস্টবেঙ্গলের বড় জয়….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ১০ আগস্ট, ২০২৫। ডুরান্ড কাপের গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ইস্টবেঙ্গল ৬-১ গোলে ইন্ডিয়ান এয়ারপোর্টে হারিয়ে দারুন জয় তুলে নিল।
রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ বাহিনী বিপক্ষ দলকে নিয়ে ছেলেখেলা করল। আগেই নক আউটের ছাড়পত্র পেয়ে গেছে ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের প্রথম থেকে আক্রমণত্মক খেলে ইস্টবেঙ্গল। খেলার ৭ মিনিট এডমুন্ডের পাস থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ। এই ম্যাচেও অন্তত দুটি নিশ্চিন্ত গোল মিস করলেন তিনি । ম্যাচের ২৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন বিপিন সিং । এদিকে, ম্যাচের ৩৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে একটি গোল করেন ইন্ডিয়ান এয়ারফোর্সের আমন ।
দ্বিতীয়ার্ধে লাল হলুদ ব্রিগেডের হয়ে চারটি গোল করেন আনোয়ার, রশিদ, সাউলও ডেভিড ।

More From Author

THE CONCLAVE VERDE PRESENTS ILISH HAAT – A CELEBRATION OF HILSA….

Gossip by Senco Gold & Diamonds Brings Bold Festive Fashion to Caravan Pujo Pop-Up with the Theme “Kill Your Inner Demon”….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *