প্রথম ম্যাচে হার মোহনবাগানের….।

Spread the love

শিখা দেব : নৈহাটি, ৩০ জুন, ২০২৫। কলকাতা ফুটবল লিগে হার দিয়ে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্টস। সোমবার নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসি ১-০ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেডের বিরুদ্ধে।
ম্যাচ হেরে গেলেও এদিন শুরুটা খারাপ করেনি সবুজ – মেরুন। কিন্তু, একের পর এক সুযোগ হাতছাড়া করেছে মোহনবাগান। ম্যাচের ৪৬ মিনিটে পুলিশের শেখ সাহিল দুরন্ত ফ্রিকিক থেকে মোহনবাগানের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন। গত মরসুমে এই পুলিশের কাছেই ২-৩ গোলে হেরে যায় মোহনবাগান।
এই ম্যাচে সবুজ-মেরুন ফুটবলাদের মধ্যে কোনও বোঝাপড়ার ছিল না । সারা ম্যাচে ছন্দহীন খেলে মোহনবাগানের ফুটবলাররা সময় অতিবাহিত করেছেন। অনেক বেশি সংঘবদ্ধ ফুটবল খেললেন পুলিশের খেলোয়াড়রা। তবে এদিন মোহনবাগান সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সমর্থকরা বিশাল টিফো নিয়ে এসেছিলেন খেলোয়াড়দের উৎসাহিত করতে। খেলার শেষে কোচ ডেগি গোব্যাক শ্লোগান শোনা গেল।

More From Author

PhonePe and HDFC Bank partner to launch co-branded credit card….

বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *