নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২২ জুন, ২০২৫। হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশনের গোল্ডেন জুবিলির সূচনা হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পঞ্চাশ বছরের সূচনা অনুষ্ঠান শুরু হল হোমাইয়ের শিয়ালদহ শাখার উদ্যোগে। এ উপলক্ষে হোমিওপ্যাথির জনক ডঃ স্যামুয়েল হ্যানিম্যান এবং বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডঃ জে. এন. কাঞ্জিলালের জন্মবার্ষিকী পালিত হল নলবন ফুড পার্কে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। হোমিওপ্যাথি চিকিৎসায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডঃ অশোক কুমার প্রধানকে। হ্যানিম্যানের মেথডে সিঙ্গল মেডিসিনে চিকিৎসার জন্য কয়েকদিন আগেই অশোকবাবুকে রাজস্থানের জয়পুরে সর্বভারতীয় স্তরে শ্রেষ্ঠ চিকিৎসক হিসাবে সংবর্ধিত করা হয়। সেই সাফল্যের কথা এদিন তিনি তুলে ধরেন।
ডঃ অশোক প্রধান চিকিৎসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ও সমাজ সংস্কারক (Social Reformer) হিসেবে কিভাবে রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন হোমাইয়ের সেক্রেটারি ডঃ সইদুল ইসলাম।
মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। তিনি বলেন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর ও শরৎচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তিনি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই বয়সেও সুস্থ রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমাইয়ের ন্যাশনাল প্রেসিডেন্ট ড: শ্যামল মুখার্জী, হোমাইয়ের শিয়ালদহ শাখার সভাপতি ডঃ বি. পি. দাস, সেক্রেটারি ডঃ সইদুল ইসলাম, ডঃ ইলতাব হোসেন, ডঃ সুদীপ্ত নারায়ণ রায়, ডঃ ঢাকুলকর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির প্রাক্তন তিনজন ডিরেক্টর ডঃ সমীর ভট্টাচার্য, ডঃ অভিজিৎ চ্যাটার্জী, ডঃ সুভাষ সিং, এছাড়া ছিলেন এন আই এইচ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড: রামকৃষ্ণ ঘোষ, ডঃ অমলেন্দু প্রধান, ডঃ পি. কে. মৈত্র,
ডঃ চিন্ময় রায়, ডঃ বিনয় কুমার দাস, ডঃ সলিল রায়, ড: এস আই হোসেন,ড: সুশান্ত সরকার,ত্রিপুরা প্রমুখ।
