মোহনবাগানের নতুন সভাপতি দেবাশিস দত্ত…।.

Spread the love

শিখা দেব : কলকাতা, ১৬ জুন, ২০২৬।মোহনবাগানের নতুন কমিটির প্রথম সভায় সভাপতি পদে দেবাশিস দত্তকে মনোনিত করা হল। সোমবার ক্লাব তাঁবুতেই নতুন সচিব সৃঞ্জয় বসুর নেতৃত্বে কার্যকরী কমিটির সভায় পাঁচজন সহসভাপতির নাম ঘোষণা করা হয়। ছ’জনের সহসভাপতি হওয়ার কথা থাকলেও, একজনের নাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নি। এবারের কমিটিতে কোনও মন্ত্রী নেই সহসভাপতি পদে। তবে সহসভাপতি পদে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এসেছেন। এ বাদে সহ সভাপতি হলেন কুণাল ঘোষ, সৌমিক বসু, উত্তম কুমার সাহা ও দেবাশিস মিত্র। এছাড়াও কার্যকরী সমিতিতে কো-অপ্ট সদস্য হয়ে এলেন সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় ও অরিজিৎ ব্যানার্জি। স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চ্যাটার্জি ও তন্ময় চ্যাটার্জি।

দেবাশিস দত্তকে মোহনবাগান ক্লাবে ব্যান্ড ও ঢাক বাজিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। ফুল বৃষ্টি হয়। জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে ক্লাব চত্বর।

More From Author

Lupin and Sino Universal Pharmaceuticals Sign License and Supply Agreement for Tiotropium DPI in China Aim to expand healthcare solutions in China….

Dabur Amla’s ‘Jealous Dad’ Campaign Celebrates the Fathers Who Rarely Ask—But Deeply Feel….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *