প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ১২ জুন, ২০২৫। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান (AI 171) উড়ান শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই স্থানীয় একটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এখনও পর্যন্ত বিমানের ২৪২ জন যাত্রী এবং হোস্টেলের ৫ জন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে, ৪০ জন ছাত্র গুরুতর আহত। বহু বিদেশী সহ যাত্রী তালিকায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন। প্রসঙ্গত, আমেরিকার বোয়িং সংস্থার বিমানের গুণগত মান নিয়ে সাম্প্রতিক অতীতে প্রচুর বিতর্ক দানা বেঁধেছে। গত বছরই সংস্থার কোয়ালিটি ইঞ্জিনিয়ার স্যাম স্যালোপোর মার্কিন সেনেটের একটি কমিটির সামনে জানিয়েছিলেন,
বিমান তৈরির ক্ষেত্রে চাহিদার জোগান দিতে গিয়ে গুণমানের সঙ্গে আপস করে শর্টকাট রাস্তা অবলম্বন করা হচ্ছে। যা যাত্রী সুরক্ষার ব্যাপারে প্রশ্ন থেকে যায়।

Posted in
Uncategorized
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (AI 171) যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল…।
You May Also Like
More From Author

আসন্ন দুর্গাপুজোর হোর্ডিং শ্যুট করল এডি প্রোডাকশন…।
