প্রথম ম্যাচে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের….।

Spread the love

শিখা দেব : ভুবনেশ্বর, ২০ এপ্রিল, ২০২৫। আবার ব্যর্থতা ইস্টবেঙ্গলের। আই এস এল ফুটবলের পরে এবারে সুপার কাপে। রবিবার ভুবনেশ্বরে সুপার কাপে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয় কেরল ব্লাস্টারের সঙ্গে। কেরলের গতিতে হার মানাল ইস্টবেঙ্গল। ডান দিক থেকে কাট করে ভিতরে যখন ঢুকছেন তখনও ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডার তাঁর কাছাকাছি চলে এসেছেন। বক্সের কিছুটা বাইরে থেকে চলন্ত বলে বাঁপায়ে শট নিলেন। গোলার মতো নেওয়া শট ঢুকে গেল জালে। গোলদাতা নোয়া সাদুই। অবিশ্বাস্য গোল।
আগে জিমেনেজের পেনাল্টি থেকে গোলে কেরল এগিয়ে ছিল।
গতবারের চ্যাম্পিয়ন লাল হলুদ ব্রিগেড বিদায় নিল প্রথম ম্যাচে পরাস্ত হয়ে।

More From Author

Celebrate Earth Day with Eco-Friendly Kitchen Alternatives That Make a Difference….

सांसद पप्पू यादव जी ने भोजपुरी अभिनेता पप्पू यादव के साथ श्री सिद्धिविनायक मंदिर, मुंबई में दर्शन किए….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *