বিমল চন্দ : কলকাতা, ১৮ এপ্রিল, ২০২৫।আজ আমার একটা কথা মনে হচ্ছে যে আমরা যারা ভারতবর্ষে বাস করি, তারা কি সবাই ভারতীয়? প্রশ্ন – ভারতবর্ষকে কি আমরা সবাই সত্যিই ভালবাসি? যদি ভালোবেসে থাকি তবে আমাদের সর্ব প্রথম কাজ হচ্ছে এই দেশকে সুরক্ষিত রাখা। সমস্ত পার্টিগত ভেদাভেদ ভুলে একত্রে মিলে সব রকম হিংসা প্রতিরোধ করা। ভারতের কোনো রাজ্যে যেন হিংসার বাতাবরণ সৃষ্টি না হয়। এই কাজে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। একে অপরকে দোষারোপ করলে কোনো সুরাহা হবে না।
আসুন না, সবাই মিলে আমাদের এই মহান দেশকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তির দেশ হিসাবে চিহ্নিত করি?
পারবেন না? মানুষের অসাধ্য কাজ কিছুই নেই, শুধু মানসিকতার প্রয়োজন, যেটা বর্তমানে মনে হচ্ছে খুব অভাব।
এই পজিটিভ মনোভাব নিয়ে আমি একসময় সেনাবাহিনীতে যোগদান করেছিলাম এবং ভারতবর্ষকে শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করেছিলাম। তার ফল এখনও আপনারা পাচ্ছেন যেহেতু ভারতবর্ষ এখনও স্বাধীন। শত্রুরা যদি এই দেশ দখল করে নিত, তবে কি আপনারা গর্বের সাথে বলতে পারতেন যে স্বাধীন ভারতের নাগরিক? সুতরাং অতীত ভুলে বর্তমান ও ভবিষ্যৎকে সাথী করে এগিয়ে যান।
সবার জন্য আমার শুভেচ্ছা রইলো।