সারা দেশের সাথে হাওড়া জেলায় পালিত হলো জাতীয় লোক আদালত….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি  : হাওড়া, ৯ মার্চ, ২০২৫। গত শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালত ও তার ব্যতিক্রমী নয়।এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রী অভিজিৎ সোমের নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী সুপর্ণা সরকারের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল।জেলার সদর আদালতে ১৬ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান -” এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি “। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৪ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রী অসীম দেবনাথ এর নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘মেম্বার জাজ’ হয়েছিলেন ‘প্রশিক্ষিত মিডিয়েটর’ ও ‘আইনী সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্ক এর পক্ষে ছিলেন সজল সরকার, অমিত চক্রবর্তী প্রমুখ। এই বেঞ্চে ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট, ব্যাংক, এনজিআর, বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।হাওড়া জেলা আদালতে ‘বেঞ্চ জাজ’ হিসাবে শিক্ষক, আইনজীবী, সমাজসেবী সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন জগতের মানুষজনকে যুক্ত করা হয়েছিল। জানা গেছে সংখ্যাগরিষ্ঠ মামলা এদিন সারাদিন ব্যাপি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা হয়।এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেশিরভাগ জুডিশিয়াল মেম্বার, সমাজকর্মী হিসাবে বেঞ্চ মেম্বার,আদালত কর্মীদের মধ্যে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। তাঁদের কে জেলা আদালতের পক্ষে চারা গাছ তুলে দেওয়া হয় সবুজের সমারোহ বাড়াতে।

More From Author

কলকাতা প্রেসক্লাবে বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫….।

Himalaya Wellness Launches the Himalaya 1derwoman Project, Inspiring Young Girls to Be #1….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *