নিজস্ব প্রতিনিধি:কলকাতা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫। যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্মানের ডার্বিতে জয়ের হাসি হাসল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে মহমেডান স্পোর্টি ক্লাবকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মহেশ নাওরেম, ক্রেসপো ও ডেভিড। সাদা কালো শিবিরের হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্কো। বলটা বাড়িয়ে ছিলেন রবি হাঁসদা। রবির খেলা নজর কাড়ল। সমর্থকদের মুখে হাসি ফুটলো।

Posted in
Uncategorized
সম্মানের ডার্বিতে জিতল ইস্টবেঙ্গল…।
You May Also Like
More From Author

কলকাতায় “মেডিকল” এক্সিবিশন উদ্ভোধন করলেন ডাঃ মলয় পিট…।
