এই শীতে বাজারে এল আধুনিক রূপে “রূপ বডি ম্যাসাজ” অয়েল….।

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২৪। ডাঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, বাংলা তথা এই দেশের অন্যতম অন্যতম বিশ্বস্ত ঔষধ প্রস্তুত কারক সংস্থা। এই শীতের মরশুমে এস সি দেব সংস্থা বাজারে নিয়ে এল তাদেরই আয়ুর্বেদিক গবেষণা ভিত্তিক প্রস্তুতি রূপ বডি ম্যাসাজ অয়েল। চন্দন সহ বিভিন্ন ভেষজ দ্বারা নির্মিত বডি অয়েল এর আনুষ্ঠানিক উদ্বোধন হল সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রশাসনিক ভবনে। এই সংস্থার কতৃপক্ষের দাবি শুধুমাত্র শীতকাল নয়, গ্রীষ্মকালে এবং বর্ষাকালেও ত্বককে কোমল ও নরম রাখতে সাহায্য করে রূপ বডি ম্যাসাজ অয়েল। এই আধুনিক প্যাকেজিং সমৃদ্ধ বডি ম্যাসাজ অয়েল নিয়ে যথেষ্ট আশাবাদী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর চঞ্চল চন্দ্র দেব। চঞ্চল বাবু উপস্থিত সাংবাদিকদের বলেন ডাঃ এস সি দেব এর বিশ্বাসযোগ্যতা এখন প্রশ্নাতীত, তাই আদি ও অকৃত্রিম আয়ুর্বেদার উপর ভরসা রেখেই এই প্রস্তুতির নির্মাণ। ইতিমধ্যেই এই সংস্থার রিউমালিন ট্যাবলেট এবং রিউমালিন ফোর্ট ট্যাবলেট ইতিমধ্যেই এই সংস্থার নাম অলংকৃত করেছে। রূপ বডি ম্যাসাজ অয়েল তিনটি বিশেষ সাইজে পাওয়া যাবে সারা ভারত জুড়ে। ১০০মিলি, ২০০মিলি এবং ৫০০মিলি প্যাকে। দাম সাধ্যের মধ্যে জানালেন সংস্থার ডিরেক্টর সীমা দেব। তিনি বলেন শীত গ্রীষ্ম বর্ষা রূপ ই ভরসা।

More From Author

Princeton Club Becomes the Heart of Festive Cheer this Christmas….

সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *