Flash News

স্ব-নির্মিত সংবাদপত্রের পোশাকে ভারত জুড়ে এক অনন্য যাত্রায় মডেল হেমশ্রী ভদ্র….।

Spread the love

স্ব-নির্মিত সংবাদপত্রের পোশাকে ভারত জুড়ে এক অনন্য যাত্রায় মডেল হেমশ্রী ভদ্র….।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ নভেম্বর ২০২৪।  ইনস্টাগ্রামে ১ মিলিয়ন অনুসারী সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হেমশ্রী ভদ্র এক অনন্য সামাজিক পরীক্ষার মাধ্যমে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্ব-নির্মিত সংবাদপত্রের পোশাকে ভারত জুড়ে যাত্রা শুরু করেছেন।

কলকাতা থেকে শুরু হওয়া এই যাত্রায়, হেমশ্রী একটি রিল তৈরি করেছেন যা মাত্র একদিনেই ৩ কোটি মানুষ প্রত্যক্ষ করেছেন। এই রিলের মাধ্যমে, তিনি ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং মহিলাদের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছেন।
হেমশ্রী বলেন, “আমি এই যাত্রার মাধ্যমে দেখতে চাই যে ভারতে মহিলারা কতটা নিরাপদে চলাফেরা করতে পারেন।”
হেমশ্রীর জনগণের কাছে আবেদন ই যাত্রাকে সমর্থন করতে এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি সচেতনতা বৃদ্ধিতে আমার এই প্রচেষ্টা কে সহযোগিতা করুন।

ইনস্টাগ্রাম: @selena.bb22

More From Author

কলকাতা প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…।

প্রখ্যাত খুদে দাবারু আর্শিয়া দাস-এর উপস্থিতিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর মেগা লাকি ড্র….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *