সায়ন দেবনাথ : কলকাতা, ১১ অক্টোবর, ২০২৪। শহর কলকাতার অন্যতম ২০০ বছরের প্রাচীন দুর্গাপুজো বেলেঘাটা কবি সুকান্ত সরনী’র চরকডাঙ্গা বারোয়ারী দুর্গা পূজা। সমিতি’র আয়োজনে এই পুজো আয়োজিত হয় প্রতিবছর। পল্লীবাসীবৃন্দ এই পুজো নিয়ে গর্ব অনুভব করেন। বৃহস্পতিবার মহা অষ্টমীর পুণ্যতিথিতে সুস্বাদু ভোগ পোলাও ও আলুরদম প্রায় ১৪০০ জন পল্লীবাসীদের মধ্যে বিতরণ করা হলো বলে জানালেন এই পূজা সমিতির সম্পাদক উত্তম কুমার সাউ। একদম ঘরোয়া পরিবেশ। স্থায়ী মন্দির। দুর্গা মায়ের অসাধারণ মূর্তি। এলাকার প্রবীণ অভিনেতা সুদীপ চ্যাটার্জি উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা প্রায় ছোটবেলা থেকে এই পুজোর সাথে জড়িয়ে আছি। এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সহযোগিতা করেন বলেই আমরা ভোগ বিতরণ থেকে শুরু করে পুজো সম্বন্ধীয় যাবতীয় কাজ নিষ্ঠার সাথে পালন করতে সক্ষম হই।

Posted in
Uncategorized
বেলেঘাটা চড়কডাঙ্গায় ২০০ বছরের প্রাচীন দুর্গাপুজো….।
You May Also Like
More From Author

১৯তম বর্ষে প্রতিবাদের ভাষা নিয়ে সান দিয়েগো “সৈকতের” দুর্গাপূজা
