ভারতের মূল বাজারগুলিতে ইভি মোবালিটিতে ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস বাড়ানোর জন্য পয়েন্টোর সঙ্গী হল নিউরন এনার্জি….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪।  ইভি ব্যাটারির প্রথম সারির প্রস্তুতকারক নিউরন এনার্জি ঘোষণা করল যে তারা ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস (BaaS) মডেলের পথিকৃৎ পয়েন্টো-র কৌশলী অংশীদার হল। ভারতে কমার্শিয়াল ই-রিকশাগুলিকে লিথিয়াম-আযন ব্যাটারি লিজ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে। অগস্ট ২০২৪ থেকে শুরু করে পরের পুরো বছর ধরে ই-রিকশাগুলিকে ১২০০০ হাই-ক্যাপিসিটি পর্যন্ত ৫.১ কে ডব্লু লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়ার দায়িত্ব হাতে তুলে নিয়েছে। এই ভাবে লেড-অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম-আয়ন ব্যাটারির দিকে রূপান্তরের প্রক্রিয়াটিকে সহযোগিতা করা হবে এবং সেই সঙ্গে স্থায়ী ইলেকট্রিক মোবিলিটির সলিউশন বৃদ্ধিরও প্রসার ঘটানো হবে।

উদ্ভাবনী ধরনের ইলেকট্রিক মোবালিটি সলিউশনের জন্য নিউরন এনার্জি পরিচিত। সলিউশনগুলির মধ্যে আছে লেড-অ্যাসিড, লিথিয়াম-আযন, ও একেবারে অত্যাধুনিক সোডিয়াম-আয়ন ব্যাটারি। উক্ত অংশীদারিত্বের মাধ্যমে নিউরন এনার্জির উন্নত ব্যাটারি প্যাক লিজ দেবে পয়েন্টো মূল বাজারগুলিতে নিজেদের সামগ্রিক ইভি উদ্যোগের অংশ হিসাবে। এই বাজারগুলি আছে কলকাতা, বিহার, ও উত্তর প্রদেশে। এই উদ্যোগের ফলে উক্ত অঞ্চলগুলিতে ইলেকট্রিক মোবালিটির পরিকাঠামো বাড়বে, ই-রিকশা চালকরা প্রচলিত ব্যাটারির তুলনায় এমন ব্যাটারি পাবেন যা ব্যবহার করে তাঁরা স্বল্প খরচে বেশি উপার্জন করতে পারবেন এবং নতুন ব্যাটারিটি দেবে হাই-পারফরম্যান্স।

অংশীদারিত্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিউরন এনার্জির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক কামদার বললেন, “ই-রিকশা ক্ষেত্রটি দ্রুত গতিতে বেড়ে চলেছে। এই ক্ষেত্রটির জন্য অবিরত ভাবে, উচ্চ মানের ব্যাটারির জোগান দেওয়া নিশ্চিত করে স্থায়ী মোবিলিটি সলিউশনের দিকে এগিয়ে যাওয়ার দিকটিতে এক গুরুত্বপূর্ণ বাঁক বদলকেই চিহ্নিত করছে পয়েন্টো-র সঙ্গে আমাদের অংশীদারিত্ব। নিউরন এনার্জিতে আমরা আমাদের উদ্ভাবনী ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক মোবিলিটির ভবিষ্যতকে প্রভাবিত করার জন্য বদ্ধপরিকর, এবং উক্ত অংশীদারিত্বের ফলে আমরা গোটা ভারতে ইভি-র ছবিটিকে বদলে ফেলার জন্য আমরা বেশি করে প্রয়াস পাব।”

পয়েন্টো-র প্রতিষ্ঠাতা রিকি বিশ্বাস বললেন, “ব্যাটারি-অ্যাজ-আ-সার্ভিস (BaaS) সেক্টরের পথিকৃৎ পয়েন্টো ও ই ম ও এন বি এফ সি অন্তর্ভুক্ত করে থাকে আমাদের পণ্যগুলির উচ্চ মান ও পারফরম্যান্স নিশ্চিত করার জন্য, এর পাশাপাশি ব্যাটারি লিজিং ও লাইফসাইকেল ম্যানেজমেন্টকে সহজ ভাবে চালিয়ে নিয়ে যেতে থাকে। নিউরন-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাজার-প্রবেশের কাজকে দ্রুত গতিতে সম্পন্ন করবে এবং প্রথম শ্রেণির পরিষেবা ব্যবস্থা স্থাপন করবে, বেশি করে গ্রাহক পাওয়া যাবে এবং ডাউনটাইমকে হ্রাস করবে। আমরা একসঙ্গে মিলে এই দায়বদ্ধতা নিয়ে কাজ করছি যে, নতুন প্রজন্মের পরিবেশ-অনুকূল ব্যাটারিকে মানুষ যাতে আরও দ্রুত গতিতে গ্রহণ করতে থাকেন এবং মোবালিটি সেক্টরে আমরা স্থায়ী শক্তির সমাধান প্রদান করতে চাই।”

ইভি ব্যাটারির লিজিং মডেলটি খেলা ঘুরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এটি যে সমাধান নিয়ে আসছে তা হবে সুলভ, আয়াস-সাধ্য, ও স্থায়ী। যা কিনা মানুষকে আরও বেশি করে ইলেকট্রিক গাড়ি নিতে অনুপ্রাণিত করবে। এই অংশীদারিত্বে নিউরন এনার্জি ও পয়েন্টো-র যে-অভিন্ন স্বপ্ন প্রতিফলিত হয়েছে, তা হল পরিবেশের অনুকূল পরিবহন ব্যবস্থার প্রসার ঘটানো এবং ভবিষ্যৎকে আরও বেশি সবুজ করার জন্য ভারতীয় ইভি বাস্তুতন্ত্রকে বৃদ্ধি করা।

 

More From Author

Infinite Chaturdashi which gives infinite happiness!! ️…..

Loreto College, Kolkata, and RIKA Institute ink MoU to promote research, and innovation in Disaster Risk Management…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *