পার্ক সার্কাস ময়দানের পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটির খুঁটি পুজো…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ জুলাই, ২০২৪। পার্ক সার্কাস ময়দানের পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি শারদ উৎসব ১৪৩১ এর সূচনা করল খুঁটি পুজোর মাধ্যমে। ২৮ জুলাই রবিবার উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রী দেবাশীষ কুমার। এবারের চমক “দিল্লী এবার কলকাতায়” প্রতিমায় রূপদান করছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল। এই কমিটির যুগ্ম সম্পাদক শ্রী হেমন্ত দে বলেন পুরোনো ধারায় এবার নতুন চমক থাকছে মণ্ডপে। প্রতিমায় সেই সাবেকিয়ানা, সেইসাথে প্রতিবছরের মতো এবারও একমাস ব্যাপী মেলা। কুমারী পূজা হবে নবমীর সকালে। একাদশীতে হবে সিঁদূরখেলা।  এ ছাড়াও বহু কিছু থাকবে বলে জানালেন হেমন্ত বাবু। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন পরিবারের সকলকে নিয়ে এই অতিহ্যবাহী পুজোয় আসবেন। আর তা ছাড়া আমাদের পুজোমণ্ডপে আসা খুবই সহজ পার্ক সার্কাস ময়দান ৭ পয়েন্ট ক্রসিং।

More From Author

আমার বড় প্রাপ্তি মোহনবাগান রত্ন : সৌরভ….।

India’s First Cruise Service Skill Development Institute, TCMT Marine Services LLP (TMS), launched its fourth course on Bartending and Croupier for Cruise by the National Strategy for Cruise Tourism by the Government of India…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *