ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ৯ জুলাই, ২০২৪। সব জল্পনা অবসান হলো। ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। দীর্ঘদিন আগেই ইন্টারভিউ হয়ে গিয়েছিল গৌতমের। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত খেতাব জয়ের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর আগে বিসিসিআই কোচের জন্যে বিজ্ঞাপন দিয়েছিল। অনেকেই আবেদন করেছিলেন। কিন্তু সচিব জয় শাহের ইচ্ছা ছিল কোনও ভারতীয়কে কোচের দায়িত্ব দেওয়া হবে। তাতেই সিলমোহর পড়ল। তাই শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে পূর্ণ দায়িত্ব নিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত চুক্তি হয়েছে। প্রায় তিন কোটি টাকা পাবেন গৌতম গম্ভীর। এখন দেখা কোচের ভূমিকায় কেমন সফল হোন গৌতম গম্ভীর।

More From Author

রেফারির বদান্যতায় জয়ে ফিরল ডায়মন্ড হারবার….।

বধিরত্ব দূর করতে ককলিয়া প্রতিস্থাপনে জোর দিলেন চিকিৎসকরা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *