কলকাতা ফুটবল লিগে প্রথম ম্যাচে অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং ক্লাব…।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৫ জুন ২০২৪। আই এফ এ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে। কিশোরভারতী স্টেডিয়ামে প্রথম দিনেই মহমেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ওয়াড়ি ক্লাবের বিপক্ষে। খেলার আগে থাকছে জমকালো চোখ ধাঁধানো অনুষ্ঠান। আলোক ঝর্ণায় মাতিয়ে রাখবে মাঠ। থাকবেন ক্রীড়া জগতের ব্যক্তিরা।
এদিকে মহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে দলের নতুন জার্সি উদ্বোধন করা হয়। কর্মকর্তারা জানান, গতবার লিগ শিরোপা পেয়েছিলাম। এবারেও লিগ খেতাব জিততে চাই। দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে তরুণ খেলোয়াড় রয়েছেন। কোনও দলকে ছোট করে দেখতে চাই না। প্রতিপক্ষ দলকে সমীহ করে খেলতে হবে।
এবারে ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একই গ্রুপে আছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। অন্য গ্রুপে মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ছাড়া জেলার মাঠেও মাঠে খেলা হবে। আগামী ১৩ জুলাই লিগের ডার্বি ম্যাচে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

More From Author

Marico Expands its Breakfast Portfolio with Saffola Muesli…..

It’s a woman’s world too…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *