মানিকপুরে দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্য সামগ্রী প্রদান….।

Spread the love

সায়ন দেবনাথ : মানিকপুর, ২০ জুন ২০২৪। মেদিনীপুর জেলার মানিকপুরে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে গত ১৯ জুন বুধবার দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্য সামগ্রী প্রদান করা হলো। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শ্রী দিলীপ মান্না। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক প্রবীর কুমার চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক শ্রী সুব্রত মহাপাত্র, সমাজসেবী গোপাল সাহা ও অরুণ প্রতিহার। উপস্থিত অতিথিগণ ছাত্রীদের উৎসাহ প্রদান করেন ও আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করেন। এই দিন অনুষ্ঠানের শেষ লগ্নে সোসাইটির সহ-সভাপতি রাজশ্রী মন্ডল(রুমা দি)র জন্মদিন সাড়ম্বরে উদ্‌যাপিত হয়।

More From Author

Volvo CE brings in a new ‘Built for Bharat’ EC210 Hydraulic Excavator for Eastern Region….

বিরল সার্জারির মাধ্যমে কেটে বাদ পরে যাওয়া আঙ্গুল জুড়ে দিলো নারায়ণা হাসপাতাল….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *