কোচ স্টিম্যাক অপসারিত….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ১৭ জুন, ২০২৪। শেষ পর্যন্ত সারা ভারত ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ইগোর স্টিম্যাককে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ দিন কোচের দায়িত্ব থেকে তিনি ভারতীয় ফুটবলের উন্নতি করতে পারেন নি। এমন কী বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় প্রতিপক্ষ দলগুলির বিরুদ্ধে নজর কাড়তে পারেন নি। তারপরে তরুন মুখকে সেই ভাবে তুলে আনতে পারেন নি। সব দিক সমীক্ষা করে ফেডারেশনের কর্মকর্তারা কোচ থেকে ইগোর স্টিম্যককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এখনই নতুন কোচ কে হচ্ছেন তা জানান হয় নি।

More From Author

Remarkable Achievement by ALLEN Online Programs’ Avik Das: AIR 69 in JEE (Adv.) & 705/720 in NEET-UG….

Wynk celebrates record milestone this World Music Day – Raj Barman Indie artist from Kolkata touch 1.7+ billlion streams….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *