বর্ষার আগে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় বৃক্ষরোপণ….।

Spread the love

কাকলি দেবনাথ : মন্মথপুর, ৬ জুন ২০২৪। সমাজ সেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রতিবছর সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের উপর জোর দেয় ভারত সেবাশ্রম সংঘ। এ বছর সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এবং স্টেট মেডিসিনাল প্লান্ট বোর্ড ও রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বর্ষার শুরুতে প্রতিটি পরিবার দশটি করে গাছ লাগানোর অঙ্গীকার করলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ভেষজ চারা গাছ তুলে দেওয়া হয় ৬০০ পরিবারের হাতে।
আমলকি, বহেড়া, পিপুল, বামনহাটি, অশোক, অর্জুন, আয়াপান, একাঙ্গী, বেল, পুদিনা, হরিতকি সহ বিভিন্ন গাছ তুলে দেওয়া হয় এলাকার প্রতিটি পরিবারের হাতে।
অনুষ্ঠানে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যা উপস্থিত ছিলেন। গৃহস্থের পাশাপাশি পরিবেশ রক্ষায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত রাস্তার ধারে গাছ লাগানোর জন্য পঞ্চায়েত এবং মন্মথপুর প্রণব মন্দির যৌথ উদ্যোগে আরও ২৫ হাজার বৃক্ষরোপণ করার অঙ্গীকার নেওয়া হয় এদিন৷

More From Author

Why you should consult an electrophysiologist if you need a pacemaker or similar device….

Two Students of Aakash Institute, West Bengal Centres secured AIR 1 in NEET UG 2024…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *