গোপাল দেবনাথ : কলকাতা, ৯ মে, ২০২৪। এই বাংলার সাথে সারা বিশ্বের বাঙালি একত্রিত হয় একটি বিশেষ দিনে। সেই দিনটি হলো বিশ্বকবি রাবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বুধবার ছিল ২৫শে বৈশাখ। এই বিশেষ দিনটি শিশু থেকে বয়স্ক মানুষ, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমন কি সরকারি বেসরকারি সহ রাজনীতির মানুষজন ও নিজেদের মতো করে স্মরণ করেছেন এই দিনটিকে। বেলেঘাটা সুভাষ সরোবরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস মহা ধুমধামের সাথে পালন করা হলো।বানীবীণা কয়্যারের উদ্যোগে সকাল ৬ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বানীবীণা সংস্হার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অবকাশ শিল্পী গোষ্ঠী, কড়ি ও কোমল এবং রজনীগন্ধা’র শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে প্রদীপ কুমার ভট্টাচার্য্য একটি কবিতা পাঠ করে শোনান। বহু গুনীজনের উপস্থিতি তে আবৃত্তি, নৃত্য, সঙ্গীতে মুখরিত হয়েছিল বেলেঘাটা সুভাষ সরোবরের অনুষ্ঠানস্থল। সমগ্ৰ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সুনীতি ঘোষ এবং মধুমিতা ভৌমিক। শিল্পীদের সাথে সাথে দর্শক শ্রোতারা খুশি বলে জানা গেল

বেলেঘাটা সুভাষ সরোবরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

RAVINIK Announces Grand Opening of New Fashion Store in VIP Bazar Kolkata…..
