কলকাতা প্রেসক্লাবে মুক্তি পেল ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ ডিসেম্বর ২০২৩।কবি গুরুর গানে ইন্দ্রানী সেনের কণ্ঠে “তুমি রবে নীরবে” সগৌরবে মুক্তি পেল। এই মিউজিক অ্যালবামে দেখতে পাওয়া যাবে ইন্দ্রাণী সেন ও দেবযানী ঘোষ কে।

ডিজিম্যাক্স ক্রিয়েশন এর নতুন মিউজিক ভিডিও এ্যালবাম “তুমি রবে নীরবে”।

ডিজিম্যাক্স ক্রিয়েশন এর কর্ণধার চিত্র পরিচালক ও প্রযোজক অরুনিমা দে এর কথায় তাঁর নিজের প্রোডাকশন এর সাথে পথ চলা শুরু ২০১৪ সাল থেকে । নিজের প্রোডাকশন হাউজ এর তত্ত্বাবধানে  মুক্তি প্রাপ্ত প্রজেক্টের এর সংখ্যাটা নেহাত কম নয় । উল্লেখ্য ২০২০ তে মুক্তি পেয়েছিল ফিচার ফিল্ম ” তুমি ও তুমি ” , যা দর্শকদের মনের মনি কোঠায় ঠাঁই পেয়ে আছে আজও । ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জী , লিলি চক্রবর্তী সহ অন্যান্যরা। সঙ্গীতে কুমার শানু সহ ছিলেন আরো অনেক গুণী শিল্পীরা । ছবি পরিচালনা থেকে শুরু করে ছবিটির সম্পূর্ণ কাজটি নিজ হাতে সেরে ছিলেন অরুনিমা দে নিজেই । এছাড়াও ডিজিমাক্স ক্রিয়েশন থেকে মুক্তি পেয়েছে বেশ কিছু উচ্চ প্রশংসিত ছোট ছবি ও মিউজিক ভিডিও এ্যালবাম । তাদের নতুন সংযোজন ‘ A Cup Of Cha with Arunima ‘ Talk show বর্তমানে পৌঁছে গেছে সকলের ঘরে ঘরে ।

কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো , তাই বছরের শেষ টা খুব ভালো ভাবে শেষ করার জন্য অরুনিমা দের উদ্যোগে গত বুধবার মুক্তি পেল নতুন আরো একটি মিউজিক ভিডিও এ্যালবাম তুমি রবে নীরবে । যিনি এই গানটি গেয়েছেন তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, তিনি হলেন আপামোর বাঙ্গালীর প্রিয় সংগীত শিল্পী ‘ ইন্দ্রানী সেন ‘। ইন্দ্রাণী দি ও জানিয়েছেন তাঁর ডিজিমাক্স এর সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো । অনেক বছর পর আবার নতুন আঙ্গিকে গানটি রেকর্ড করতে পেরে শিল্পী নিজেও খুব খুশি । গানটি নতুন আঙ্গিকে সঙ্গীতায়জন করেছেন সংগীত পরিচালক সুজিত সাহা , সাথে তাঁকে সহগোগিতা করেছেন – গিটারে অনিন্দ্য দত্ত, বেহালায় অঙ্কিত অধিকারী, তবলা ও পারকারসানে শুভজিৎ দাস ।

উল্লেখ্য গানটির চিত্রায়নে দেখা যাবে আইনজীবি দেবযানী ঘোষ কে। যত্ন সহকারে গানটির ভিডিও পরিচালনা করেছেন অরুনিমা দের সাথে ডিওপি  প্রসেনজিৎ মন্ডল ।

আশা করা যায় নতুন করে আরো একবার সকল বাঙ্গালীর মন ছুঁয়ে যাবে “তুমি রবে নীরবে”। দর্শকরা চোখ রাখুন ডিজিমাক্স ক্রিয়েশন এর ইউটিউব চ্যানেল এ।

More From Author

ডিসান হাসপাতাল সফলভাবে গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যা থেকে রোগীকে পুনরুজ্জীবিত করেছে….।

পশ্চিমবঙ্গে একেবারে নতুন নেকেড স্পোর্টস TVS Apache RTR 310 লঞ্চ করার মাধ্যমে ‘নিউ ফ্রিস্টাইল পারফরম্যান্স’ সেগমেন্ট তৈরি করল টিভিএস মোটর কোম্পানি….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *