৬৬তম বর্ষের ফাটাকেষ্টর কালীপুজোর উদ্বোধনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০ নভেম্বর ২০২৩। শুক্রবার সন্ধ্যায় মহা ধুমধামের সাথে শুরু হল ফাটাকেষ্টর কালীপুজো খ্যাত ‘নব যুবক সঙ্ঘ’-র ৬৬ তম বর্ষের কালীপুজো।

নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা উপস্থিত সাংবাদিকদের বলেন, “এই বছর ৬৬ তম বর্ষের মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে সকলের প্রিয় ‘নব যুবক সঙ্ঘ’।”

এদিন সন্ধ্যায় নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টাদা-কে পাশে নিয়ে এখানকার মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরো-র অধ্যক্ষা সাধনা বোস, ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, শান্তিরঞ্জন কুণ্ডু, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ অনুপম হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।


উদ্বোধনী অনুষ্ঠানের পরে মণ্ডপে আসেন তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি।

More From Author

মঙ্গলকোটে কালীপুজোর সূচনা হলো পীরের মাজারে চাদর চাপিয়ে….।

Dabur launches ‘Odonil Exotic Room Spray’, in an attractive easy to use spray-bottle shape…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *