*মেঘ*
সুদীপা চৌধুরী: মেদিনীপুর।
সেদিন সন্ধ্যা বেলায় হঠাৎ করে
মেঘ এলো বৃষ্টি হয়ে
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত তার নূপুরের রিমঝিম সুরে হল মুখরিত
কেমন এক অদ্ভুত মেঠো গন্ধে চারিদিক গেল ছেয়ে
শীতল পবন হেসে খেলে চলল বয়ে
বহু বহু দূরে ..
সেই তেপান্তরের মাঠে
বৃক্ষ গুলো সব পুরোনো মলিন ধূলো ঝেড়ে
ঝলমলে সবুজের সাজে হল সজ্জিত
পথঘাট মানুষজন আপন পর
যে ছিল যেখানে
সকলেই বৃষ্টিকে জানাল আবাহন।
আসলে বেশ অনেকদিন..
পরে মেঘ এলো বৃষ্টি হয়ে এ শহরের ঘরে
ভুলে সব অভিমান এর আগল।
গ্ৰীষ্মে সে যে ঝড়ের হাতে ছিল বন্দী
অসহায় একাকী জীবন
দুঃখে রাগে কষ্টে এক আকাশ কালো মেঘ
বারে বারে গর্জে উঠেছিল
মুক্ত হতে চেয়ে
সে দিবা রাত্র করেছে ছটফট
নস্যাৎ করে দিতে কালের সব অহং
ঝলকে ওঠে আকাশের বুক
চিরে বারে বারে
অবশেষে মানে হার ঝঞ্ঝা
জয়ের হাসি নিয়ে ধীরে ধীরে কাদম্বিনী ঝরে পড়ে বর্ষা হয়ে বৃষ্টি হয়ে…
পৃথিবীর বুকের পরে
চোখের পরে
জমে থাকা সব ব্যাথার পরে।।
@সুদীপা