নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ নভেম্বর, ২০২৩। ছায়াছবিতে যে বাড়ছে ম্যানেজমেন্ট পাঠ্যক্রমের নানাদিক তা আর বলার অপেক্ষা রাখে না। সংলাপের ব্যবহারে যেমন একদিকে বাহবা জুটছে ঠিক তেমনি রথ দেখা ও কলা বেচা চলছে। অমর আকবর আ্যন্টনি – ১৯৭৭, সাল থেকে ধরা হলে পুষ্পক ১৯৮৭ পর্যন্ত গত দশ বছরের ব্যবধানে ২১ টি অমিতাভ বচ্চন অভিনীত ছবি বাছাই করে পুঙ্খানুপুঙ্খ এর বিশ্লেষণ করেছেন লেখক রাজা ভেঙ্কটেশ্বর। সিনেমা প্রেমীর চেয়ে ও বলা ভালো তিনি ম্যানেজমেন্টের এক সুযোগ্য নেতৃত্বকারী দক্ষ সংগঠক।সুপারস্টার তথা বিগ – বি অমিতাভ বচ্চন এর ফ্যান। সিনেমা অনুরাগী। এই শহরের বুকে শৈশব থেকেই বেড়ে উঠেছেন। সেন্ট লরেন্স স্কুলে প্রাথমিক পাঠ গ্রহণ। এর পর আই আই টি’তে উচ্চশিক্ষা। সিটি অফ জয় কলকাতা তাঁর কাছে গর্বের। প্রবাসী ভারতীয়। অস্ট্রেলিয়ার বাসিন্দা, থাকেন সিডনি’তে। পেশায় তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। সুতরাং বোধ করি, রসায়ন বোধ থেকেই এমন সঠিক তাঁর সিদ্ধান্ত। কলকাতায় সদ্য প্রকাশিত হয়েছে – “মেমোরিজ মুভিজ এন্ড ম্যানেজমেন্ট ” পুস্তকটি। বন্ধুবর সাইমন ম্যাকনামারা জানান, গত দু’ দশক ধরেই তাঁকে দেখা এবং বন্ধু সম্পর্কে মন্তব্য হল – রাজা বিচক্ষণ নেতা । মোট ৩০৮ পাতার বই মূল্য মাত্র ৭৯৯/- টাকা ।

অমর আকবর আ্যন্টনি – ১৯৭৭, সাল থেকে ধরা হলে পুষ্পক ১৯৮৭ পর্যন্ত গত দশ বছরের ব্যবধানে ২১ টি অমিতাভ বচ্চন অভিনীত ছবি বাছাই করে পুঙ্খানুপুঙ্খ এর বিশ্লেষণ করেছেন লেখক রাজা ভেঙ্কটেশ্বর….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

পল্লিকবির কলকাতার বাড়িতে ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র সদস্যরা….।
