২০০ কেজি ওজনের শিবকে কাঁধে নিয়ে ছুটছে বাবা সেনা….।

Spread the love

 

সৃঞ্চিণী পোদ্দার, কামারহাটি: ১২ আগষ্ট, ২০২৫। দেবকে কাঁধে নিয়ে রাস্তা দিয়ে ছুটে গেলেন বাবা সেনার সদস্যরা। শ্রাবণ মাসের শেষ সোমবারের উদ্দেশ্যে বাবা সেনা দ্বারা আয়োজন করা হয় এই শিব সেবা অনুষ্ঠানের। মুষলধারে বৃষ্টি হলেও তারা ২০০ কেজি ওজনের একটি মহাদেবের মূর্তি কাঁধে নিয়ে ছুটবেন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে। ১৮ বছর ধরে এভাবেই বাবা সেনা খালি পায়ে পথ ধরে ছুটে চলে শ্রাবণ মাসে।

শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস।। তাই গোটা এই মাস জুড়ে বিশেষভাবে পুজো অর্চনার মধ্যে দিয়ে উৎসবের আমেজে মেতে ওঠেন তার অগণিত ভক্তেরা। এদিন কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবা সেনা সেনার সকল সদস্যরা ২০০ কেজি ওজনের এই শিবের মূর্তিটি কাধে নিয়ে ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে এদিন মহাদেবের নাম করতে করতে নাচে গানে মেতে ওঠেন তারা। এলাকার মহিলারা কাঁধে বাক নিয়ে সামিল হন বাবা সেনার উদ্যোগে আয়োজিত শ্রাবণ মাসের এই বিশেষ দিনগুলিতে।।

More From Author

Senco Gold & Diamonds unveils ‘Chain Festival’ & An Exclusive Freedom Offer to celebrate -Azadi Utsav -78th Independence Day with elegance….

GRSE Begins FY26 with a Solid Set of Numbers – Revenue and PAT See Notable Increase….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *