শিখা দেব : কলকাতা, ২৭ সেপ্টেম্বর ২০২৪। আই এস এল ফুটবলে পর পর তিনটে ম্যাচে হেরে গিয়ে হারের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতী স্টেডিয়ামে এফ সি গোয়ার কাছে ৩ -২ গোলে পরাস্ত হলো ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের করুণ অবস্থা দেখতে পাওয়া গেলো। রক্ষণভাগের ভুলে তিনটি গোল পেয়ে যায় গোয়া। এদিন অনেক বেশি ছন্দময় ফুটবল খেলেছে গোয়ার দলটি। খেলার ২০ মিনিটের মধ্যেই বোরহা দুটি গোল করেন। খেলার প্রথম পর্বের শেষের দিকে পেনাল্টি থেকে গোলের ব্যবধান কমান লাল হলুদের তালাল।
দ্বিতীয়ার্ধের সত্তর মিনিটে বোরহা আবার গোল করে হ্যাটট্রিক করেন। পরে ইস্টবেঙ্গলের ডেভিড গোল করেও হারের লজ্জা মুছতে পারেন নি। গোয়ার ম্যাকহিউ লাল কার্ড দেখেন। এই হারের পরে কোচ কুয়াদ্রাতের থাকা নিয়ে কথা উঠবে।

Posted in
Uncategorized
হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, হারের ম্যাচে বোরহার হ্যাটট্রিক…।
You May Also Like
More From Author

Airtel cracks down on SPAM, launches India’s first AI-powered network solution for SPAM detection….
