স্মৃতির অলিন্দে একাকী – প্রবীর রায়…।

Spread the love

প্রবীর রায় : প্রযোজক, পরিচালক ও অভিনেতা। কলকাতা, ২৭ জুন, ২০২৫। স্মৃতির অলিন্দে একাকী খুব শিঘ্রই আসতে চলেছে আপনাদের সামনে। এ লেখা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও আলাপচারিতার উপর লেখা। কোনো বই পড়ে বা কারো মুখের গল্প শুনে নয়।
এই বইটি শুধু কাগজে লেখা কিছু স্মৃতিচারণ নয়, এ এক জীবনের আত্মপ্রকাশ — এক যাত্রাপথ, যেখানে আমি সৌভাগ্যবান হয়েছি ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত ও চলচ্চিত্র জগতের কয়েকজন মহান কিংবদন্তির সংস্পর্শে আসতে পেরে।

সত্যজিৎ রায়, পণ্ডিত রবিশঙ্কর, রাজেশ খান্না, উত্তমকুমার, ঋত্বিক ঘটক, সুপ্রিয়া দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, রবি ঘোষ, ভূপেন হাজারিকা প্রমুখ ব্যক্তিত্বের সান্নিধ্য ও আলাপচারিতায় যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, তা আজও আমার মন ও স্মৃতিকে আলো করে রাখে।

এই বইয়ের পাতায় পাতায় রয়েছে তাঁদের সঙ্গে কাটানো কিছু অবিস্মরণীয় মুহূর্ত, পাশাপাশি রয়েছে আমার নিজের কর্মজীবনের নানা অধ্যায়, নানা সাফল্য, নানা শিক্ষা।

আমার জীবনের এই অমূল্য অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ ও আনন্দিত। আশা করি, এই বই পাঠকদের শুধুই তথ্য নয়, অনুপ্রেরণাও দেবে।

More From Author

কল্যাণী বিশ্ব বিদ্যালয়ে মহাভারতচর্চা: যুদ্ধের আবহে শান্তির বার্তা….।

দুর্গাপুজোয় কম খরচে বিশ্বভ্রমণের সুযোগ দিচ্ছে থমাস কুক সংস্থা….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *