স্বাস্থ্য পরিষেবায় আমরা – PNHOA-র উদ্যোগে আলোচনা ও সাংবাদিক সম্মেলন….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৫ এপ্রিল, ২০২৫। প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটালস ওনার্স’ অ্যাসোসিয়েশন (PNHOA)-এর পক্ষ থেকে আজ, ৫ই এপ্রিল শনিবার, দুপুর ২টোয় কলকাতা প্রেস ক্লাবে “স্বাস্থ্য পরিষেবায় আমরা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এই আলোচনার মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে কীভাবে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করে একটি ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা নিয়ে গঠনমূলক মত বিনিময় করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

PNHOA-র পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০২৬ সালের মধ্যে এমন একটি সমন্বিত ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য নিজের জেলা বা রাজ্যের বাইরে যেতে না হয়।

এছাড়াও, আজকের আলোচনায় আগামী ৯ ও ১০ মে কলকাতায় প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটালস ওনার্স’ অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এই সম্মেলনের মাধ্যমে সমগ্র রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
হাসপাতাল এবং নার্সিংহোমের মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন ডক্টর জুলফিকার মন্ডল ,এমডি জাহিরুল ইসলাম শেখ , সৈয়দ আশরাফ হোসেন, তাহের শেখ , এমডি আব্বাস উদ্দিন ,শেখ আব্দুল্লাহ . মলয় পিট ,পঙ্কজ মুখার্জী ,সঞ্জয় শর্মা, তাপস কুমার ঘোষ সহ আরো অনেকে।

More From Author

HDFC Bank was adjudged ‘India’s Best for HNW’ at Euromoney Private Banking Awards 2025….

Elite Elevators Launches Bespoke – India’s First Fully Customizable Home Elevator The latest offering delivers customized solutions with advanced technology, providing an integrated living experience tailored for customers with a unique lifestyle….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *